হৃদয়ের কাছাকাছি
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩১:২২ রাত
যত না ভুল আমার হয়েছিলো
তার বেশী সে ভুল বুঝেছিলো
তার কাছে চেয়েছিলাম
একটু খানি সুখ,
তার বেশী দিয়ে গেলো
ব্যথা আর দুঃখ।
স্মৃতি তাই আজ কাঁদায়,
আমার থেকে দূরে চলে গিয়ে
জানি না কি সুখ তুমি পেলে?
তোমাকে ভুলিনি এখনো
আমাকে মনে পড়ে কখনো?
একদিন আমি ছিলাম
তোমার হৃদয়ের কাছাকাছি,
এখন চোখের দূরে হলেও,
এখনও তোমারই আছি।
দুঃখ দিতেই ফিরে এসো তুমি
পুড়ানো স্মৃতিগুলো না হয় থাক,
ব্যথার আগুনে প্রদীপ জ্বেলে
তোমায় দেখবো সারা রাত।
একা একা থাকা আর সয় না
তোমার ভেঙে দেওয়া খেলাঘরে
একবার, শুধু একবার আসো না।
তারপর না হয় চলে যেও,
আমায় না হয় ভুলে যেও।
তবু হৃদয় জুড়ে থাকবে তুমি,
রয়ে যাবে মনের মাঝে সারাটি জনম।
তোমার এ নাম হৃদয় হতে
সেদিনই হয়তো মুছবে,
যেদিন আমার হৃদয়টা
চিতার আগুনে পুরবে।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন