গুণবতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০০:৩২ সকাল
ছিল তার অঢেল টাকা তবুও সুখ ছিলনা
চাইছিলো আরো আরো যদিও কম ছিলনা।
দাদনে ঢালছিল সে আসলে ঝোঁক ছিলনা
হাঁপানির ভাবটা ছাড়া তেমন আর রোগ ছিলনা।
খরচের হিসেব কষে বিয়েটা করছিলনা
না পেরে করল যখন সংসারে মন ছিলনা।
বউটা তার গুণবতি গুণের আর শেষ ছিলনা
কিসের এক মোহ ঢেলে কাছে আর ঘেষছিলনা।
বউটা যে দিব্যি দিল কিছুই যখন খাচ্ছিলনা
সূদকারবার ছাড়তেই হলো নইলে বউ মানছিলনা
দু'দিনেই সে বদলে গেল যদিও চাচ্ছিলনা।
বউটাও যে তেঁদর ভীষণ উপায়তো আর ছিলনা।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা প্রতিটি মুমিনের জন্য প্রয়োজন। ধন্যবাদ অল্পের মাঝে সুদের মেসেজটি যোগ করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন