সিবিএফ কাতার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪১:৪৪ দুপুর
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সিবিএফ কাতার প্রবাসী ব্লগারদের উদযোগে ঈদ পূণর্মীলনি-২০১৫ এর আয়োজনের প্রস্তাব উথাপন করছি, আগ্রহী সকল ভাইবোনদের কমেন্ট করে তাদের অভিব্যক্তি প্রকাশ করার অনুরোধ করছি।
- কিভাবে
- কোথায়
- কেন এই জাতীয় যত প্রশ্নবোধক আছে কমেন্ট বক্সে আলাপ আলোচনা হতে পারে।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শান্তি চাই কোরবানে
১৯৯২ সাল থেকে ২০১১ সাল অবধি কাতারে ছিলাম , বিভিন্ন ভাইদের কথা মনে পড়ে আলখোর গার্ডেনে শুমাল গার্ডেনে অনেক বাব পিকনিকে গিয়েছিলাম দুটো জাগাই ভাল ।
পরামর্শ দেওয়ার অধিকার রাখিনা কারন এখন আর কাতার নাই তবু শুমাল গার্ডেনের প্রস্তাব দিলাম
আমাদের মাওলানা রিজাউল করিম ভাই সম্ভবত মজলিশে শুরার সদস্য ( বাংলাদেশ কুরআনসুন্নাহ পরিষোধ) ব্লগেতো বেচারা নাই কারোর পরিচিত হলে আমার সালাম বলবেন
ধন্যবাদ
ভিসা পাঠান, এই সুযোগে কাতার ঘুরে আসি!!
আর আধা শিক্ষিত ভাইয়ের সাথে কথা বলতে পারেন।
উনি সাথে থাকলে খানাটা মজা হবে।
আমিত একটু পুটির বাবার নেয়
তাই খাবারদাবারে মন থাকে বেসি।
আপনারা তাদের এই মহতি আয়োজনে যোগ দিতে পারেন!
সময়-স্হান ইনশা আল্লাহ জানানো হবে!
সাথে সাথে অন্তরিক দাওয়াতও রইল!!
যদিও যেতে পারবনা তবুও হলাম ধন্য
থাকতাম যদি আহারে।
দিবেন কিন্তু ডিজিটাল ছবি
আয়োজন খানা খাইদ্য সবি।
ঘোলে মিটামু দুধের সাধ,
সাথেই থাকবো যাব না বাদ।
মন্তব্য করতে লগইন করুন