যুদ্ধা

লিখেছেন লিখেছেন Durzo ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৯:৪৭ দুপুর

কে বলল আমরা বর্তমানকালের মানুষেরা যুদ্ধ করেনি.. হ্যা আমরা যুদ্ধ করছি স্বাধীনতার যুদ্ধ মুক্তিলাভের যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ খাওয়া পড়ার যুদ্ধ প্রতিটা মিনিটে যুদ্ধ করছি নিজের জীবনকে হ্যা আমরাই বীর মুক্তিযুদ্ধা।

সকালে যে শিশুটা বয়স ৭ বছর বয়স মা বাবা নাই. পথে পথে যার জীবন সে শিশুটা ঠিকই খাবারের জন্যে ভর্বিষতের জন্যে যুদ্ধ করছে ধরকার পড়লে তুলে নিচ্ছে আইন হয়ে যাচ্ছে পেশাদার খুনি এটাও একপ্রকার যুদ্ধ জীবন বাঁচানোর যুদ্ধ...!!

ছেলেটার মানবতা র অভাবে কুকুরেরর স্তনের দুধ পান করে জীবন বাঁচাচ্ছে এইটাও যুদ্ধ কারন তাঁকে লালন করার জন্যে কোনো মানুষের মা এগিয়ে আসেনি এসেছে কুকুরছানা র মা মহাযুদ্ধ ছেলেটার জীবনে।

পরিবার বেকার ছেলেটা চাকরী পাওয়ার জন্যে প্রতিটা সময় যুদ্ধ করে যাচ্ছে একটা চাকরী র জন্যে।

প্রতিটা মানুষ প্রতিটা সময়ে যুদ্ধ করে যাচ্ছে কিন্তু এই বীর মুক্তিযুদ্ধাদের কেউ বার্তা দেয়না দেয়না কোনো বীরের উপাদি কিন্তু প্রত্যেকটা যুদ্ধা জানে জীবন নামক যুদ্ধের ময়দানটা কত কঠিন এখানে পালানোর কোনো পথ নাই..... !!

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File