জনশক্তি রফতানির বিষয়ে সফলতার সহিত কাজ করছে সরকার। বাড়ছে জনশক্তি রফতানি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০২:৫২ বিকাল

জনশক্তি রফতানিতে গতি আনার পাশাপাশি জনশক্তির নতুন বাজার অনুসন্ধানে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ প্রথাগত বিভিন্ন শ্রমবাজারে জনশক্তি রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো নারী কর্মী নিয়োগে আগ্রহী। নারী কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের নিবন্ধন করা হয়। কিন্তু চাহিদার তুলনায় আগ্রহী নারী কর্মী খুব কম পাওয়া যায়। সৌদি আরবে গিয়ে বঞ্চনার আশংকায় নারী কর্মীরা গৃহস্থালি কাজে যেতে কম আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। নারী কর্মীর পাশাপাশি পুরুষ কর্মী পাঠানোর বিষয় নিয়েও আগ্রহ দেখানো হবে। মালয়েশিয়ায় অভ্যন্তরীণ রাজনীতি বর্তমানে খুবই উত্তপ্ত। বাংলাদেশ থেকে বেসরকারি খাতের সহায়তায় বিজনেস টু বিজনেস (বিটুবি) পদ্ধতিতে কর্মী পাঠানোর বিষয় নিয়ে অগ্রগতি করার ক্ষেত্রে দেশটির সরকার খানিকটা সময় নিচ্ছে, তবে বাংলাদেশের দিক থেকে প্রস্তুতি রয়েছে। মালয়েশিয়ার সরকারের তরফে ইঙ্গিত দিয়েছে যে, আগামী তিন বছরে প্রায় ১৫ লাখ কর্মী তারা বাংলাদেশ থেকে নিতে চায়। সরকারের পক্ষ থেকে নতুন শ্রমবাজার খুঁজে বের করার চেষ্টা আছে। থাইল্যান্ড সরকার সেখানে সামুদ্রিক মৎস্য ধরার কাজসহ বিভিন্ন খাতে বাংলাদেশের কর্মী পাঠানোর জন্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ দিয়েছেন। জাপান সাধারণত বিদেশী কর্মী তেমনভাবে নেয় না। তবে এশিয়ার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটিতে বিভিন্ন কারখানায় শিক্ষানবিস কর্মী নেয়া হয়। বাংলাদেশ থেকে শিক্ষানবিশ কর্মী বেশি করে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এভাবে সীমিত আকারে বাংলাদেশী কর্মী সেখানে পাঠানো হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের চাহিদা মোতাবেক কর্মী তৈরির লক্ষ্যে দেশে ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠক্রম প্রস্তুত করা হয়েছে। সার্বিকভাবে জনশক্তি রফতানির বিষয়ে সফলতার সহিত কাজ করছে সরকার।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340378
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৮
রক্তলাল লিখেছেন : জনশক্তি বলতে যদি আওয়ামী ভা.দা. দের বুঝানো হয় আর বিদেশ যদি ভারত হয় - তাহলে বড় সওয়াবের কাজ করতেছে!
340491
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কই তথ্যটা ঠিক হিসেবে নিতে পারছিনা, বাংলাদেশীদের জন্য বিদেশে কর্মের বড় বাজার হচ্ছে সৌদি আরব ও আরব এমারত।

তার কো সুরাহাতো সরকার করতে পারলোনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File