তিন দেশের সাথে সুসম্পর্ক ও বানিজ্যে ঘাটতি মেটাতে বিবিআইএন চুক্তি

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৮:০৪ বিকাল



বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সরাসরি যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচলের চার দেশীয় রূপরেখা চুক্তি (বিবিআইএন) বাস্তবায়নে তৈরি করা খসড়া প্রটোকল চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। গাড়ি চলাচলের জন্য সরকার আপাতত ৬০০ কিলোমিটার সড়ক অবকাঠামো উন্নয়ন করবে। বাংলাদেশে সড়কের মান উন্নয়নে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক), জাইকা (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা), ফ্রান্স ও ভারত বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের তিনটি এবং নেপাল ও ভুটানের একটি করে-সব মিলিয়ে পাঁচ রুট হবে। বিবিআইএন চুক্তির আওতায় বাংলাদেশের মংলা থেকে খুলনা, যশোর হয়ে হাটিকুমরুল দিয়ে বাংলাবান্ধা রুট ব্যবহার করতে পারবে নেপাল। বাংলাবান্ধা থেকে ফুলবাড়ী সীমান্ত হয়ে ভারতের ৩৭ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে কাঁকরভিটা, পানির ট্যাংক হয়ে নেপাল পর্যন্ত চলাচল করতে পারবে মোটরযান। মংলা-ঢাকা হয়ে সিলেট, তামাবিল, শিলং, গুয়াহাটি হয়ে থিম্পু রুট ব্যবহার করতে পারবে ভুটান। এডিবি চার দেশে গাড়ি চলাচলের এ প্রক্রিয়ায় বিশেষ সহযোগীর ভূমিকা পালন করবে। সড়ক উন্নয়নে ভারত সরকার ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির এ প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে চার দেশের মধ্যে সুসম্পর্ক তথা দেশের বাণিজ্যিক অবস্থার আরও উন্নতি হবে।

বিষয়: বিবিধ

৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File