- ভেবে দেখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৯:৪৬ রাত
ভালো যদি নাই বাসবে হাসলে কেন তবে?
আমিতো হায় ভেবেছিলাম শুরু হল সবে।
ভেবে দেখ
দেখে শেখ
বসন্তটা চলে গেলে তখন কীযে হবে!!
এমন করেই হয়েছিল সুমন নাহার প্রেম
মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ায়নিতো জ্যাম
যদিও এখন
কিংবা তখন
ঝগড়াঝাটি কম ছিলনা নিত্য ছিল ব্ল্যাম।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেক জনকে বলে তুমি আমার প্রান
শয়তান সব শয়তান
মন্তব্য করতে লগইন করুন