মাস্টার পিস স্ট্যাটাস !!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৫:৫১ রাত
ঠিক একবছর আগে এই দিনে কাক ডাকা ভোরে আমি ইউনাইটেড হাসপাতালের মর্গে র সামনে বিভ্রান্ত মনে বসে ছিলাম । দুর্ভেদ্য ,দুর্বহ আর অপেক্ষাময় একটা সময় । পাশে সাদা কাফনে ঢাকা আমার বাবা । অপেক্ষা ভোরের !! অপেক্ষা ইউনাইটেড এর ভুতুড়ে বিলের টাকা পরিশোধ করে হাসপাতালের ক্লিয়ারেন্সের । মনে তখন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ... এখন কি হবে ? কিভাবে শূন্যস্থানগুলি পুরন হবে ? বিপদ আপদে কে আমাকে ছায়া দিবে ?? পার্থিব জীবনের জটিল সমীকরণের সমাধান কষবার অপ্রয়োজনীয় ব্যস্ততাগুলো আমাকে সেদিন নিদারুন উপহাস করছিল।
বাবা চলে গেছে আজ একবছর । জমানো আবেগ আর স্মৃতি বয়ে... জীবন চলছে জীবনের নিয়মে । কিন্তু সব কস্ট আর স্রিতি গুলো একেবারে ফিকে হয় না । আচ্ছা বাবা মারা যাওয়ার পর সন্তানের সব চাইতে কষ্টের অনুভুতি কি ? প্রাপ্য সময় না দেয়া কিংবা অযথা তর্কে বিতর্কে তাকে অযাচিত ভাবে বিব্রত করা !! বাবা মা হচ্ছে বৃষ্টির দিনের ছাতার মত । যখন আনতে ভুলে যাই তখন বুঝতে পারি তার নিদারুণ প্রয়োজনের কথা !!
কদিন ধরে বাবা কে নিয়ে আমি ফেসবুকে একটা মাস্টার পিস স্ট্যাটাস লিখতে চেস্টা করছি । স্ট্যাটাস পড়ে যেন সবাই বলে " আহ ! লোকটা তো ভাল ছিল কিংবা লোকটা তো সৎ ছিল । " ক্ষণিকের জন্য হলেও আমার বাবার কথা যেন পরিচিতদের আবার মনে পড়ে । কিন্তু আমার সেই মাস্টার পিসটা মন মত লেখা হয় না । হয়তো লেখার মত শব্দ মালা আমার ভাণ্ডারে নাই ।
অস্থির মনে কবরের পাশে আজ দাঁড়িয়ে মনে হল ...আসলে কি আদৌ কোন দরকার আছে এই মাস্টার পিসের ?? বাবা মা কে নিয়ে এক একটা মাস্টার পিস লেখা তো প্রতিটি সন্তানেরই হৃদয়েই আছে । আমারটা আর নতুন কি হবে ? তার চেয়ে আর সবার মত আমারটাও না হয় আমার গহনেই থাকুক ।
কিছু ব্যাতিক্রম ছাড়া পৃথিবীর প্রতিটা সন্তানের কাছেই তো তার বাবা সেরা বাবা ! তাই না ?? পৃথিবীতে কত খারাপ মানুষ; অথচ কয়টা খারাপ বাবা কিংবা মা র কথা আমরা শুনেছি ??
আমি তাই শান্ত হয়ে বিড়বিড় করে বলি ......
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা ... হে আল্লাহ !! আমাদের বাবা-মা’র উপর রহম করুন যেমনটি তারা আমাদের ছেলেবেলায় আমাদের উপর করেছেন”।
আল্লাহ আমার আপনার বাবা মা কে জান্নাতবাসি করুন তাদের সকল গুনাহ ক্ষমা করুন তাকে কবরের সকল আযাব থেকে রক্ষা করুন আমীন।
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইউনাইটেড এর অভিজ্ঞতা নিয়ে লিখুন আনেকের উপকার হবে।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা ... হে আল্লাহ !! আমাদের বাবা-মা’র উপর রহম করুন যেমনটি তারা আমাদের ছেলেবেলায় আমাদের উপর করেছেন”। আমিন।
আল্লাহ আপনাদের সবর করার তৌফিক দান করুন এবং আপনার পিতা কে জান্নাতবাসী করুন। আমিন!
মন্তব্য করতে লগইন করুন