- ছুটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১০:৫০ বিকাল
ছুটির দিনে বৃষ্টি আসে কেন?
তাদের কোন ছুটি নাই যেন
টুম্পার মনে প্রশ্ন কিলবিল
শুনে সবাই হাসে খিলখিল।
ছুটির দিনে আহারের নেই ছুটি
সকাল বেলার কলা পাউরুটি
তাদেরওতা ছুটি থাকা চাই
বলল হেসে টুম্পার দুলাভাই।
টুম্পা ভাবলো তাইতো ঠিক তাইতো
শুক্রবারে সবার ছুটি নাইতো!
কাজের বুয়ার সেদিন কাজ বাড়ে
মেহমান যখন দুয়ারে কড়া নাড়ে।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছুটির নিয়ম "সপ্তাহে একদিন"-
কলম-কবির সমান সকল দিন!!
হা হা হা অপিসে থেকেও ছুটি ভোগ করি
মন্তব্য করতে লগইন করুন