আকাশের চাঁদকে কি কখনো ঢেকে রাখা যায়!
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০০:১৬ বিকাল
সেই ছোটবেলায় দাদা-দাদীর কাছ থেকে শুনেছি- শেখ সাহেব ছিলেন বাঘের বাচ্চা। পাকিস্থানীদের শোষনের হাত থেকে আমদের বাচানোর জন্য কি-না তিনি করেছেন। কয়েকবার বন্দী হয়েছেন, জেল পর্যন্ত খেটেছেন। তারপরও সেখান থেকে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে পূর্ব বাংলার বাঙ্গালিদের যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছেন তা বাস্তবে না দেখলে উপলব্দধি করা যায় না। এক কথায় বলতে হয় আল্লাহ হয়তো শেখ সাহেবকে জন্ম দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে যাদের জম্ম হয়েছে তারাই জাতীয় শোক দিবসে ভূয়া জম্মদিন পালন করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের গোপন খবর পাকিস্তানীদের কাছে পৌঁছে দেয়াই ছিল তার কাজ। কেননা জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা হলে কখনই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতেন না এবং মুক্তিযুদ্ধের শ্লোগান জয়বাংলার পরিবর্তে জিন্দাবাদ প্রতিষ্ঠিত করতেন না। জিয়াউর রহমান নিজেকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্যই ইনডেমনিটি বিল জারী করেছিলেন। যাতে ভবিষ্যতে কেউ তাকে বিচারের মুখোমুখী করতে না পারে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুধু নয় বেগম খালেদা জিয়াও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আশরাফ কায়ানি পাকিস্তানের একটি আদালতে সেদেশের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জন্য বরাদ্ধকৃত অর্থ থেকে বেগম জিয়াকে অর্থ দিয়েছেন বলে উল্লেখ করেছিলেন। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে যেভাবে কোন অপরাধীর মরনোত্তর বিচার করা হয় সেভাবে জিয়াউর রহমানের বিচার হওয়া দরকার। তাহলে জাতির পিতার প্রকৃত খুনীদের সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।
বিষয়: বিবিধ
৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন