- ঘুমের ঘোরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ আগস্ট, ২০১৫, ১২:২২:০১ দুপুর
ঘুমের ঘোরে ভাবল টুম্পা
আরো একটু ঘুমায়
সকাল ভেবে খেলার বিকেল
যাচ্ছে চলে কোমায়।
উঠোন জুড়ে খেলার সাথী
করছিল হৈ চৈ
টুম্পা ভাবে আম-সিফারার
হুজুর গেল কৈ।
মা বলল উঠরে টুম্পা
বিকেল যায় যায়
সকাল ভেবে বিকেল গেল
এখন কোথা পাই!
কাঁদছে টুম্পা ঘুমটা ছেড়ে
কেউ বুঝেনা আর
কেমন মজার খেলার বিকেল
ঘুমেই হলো পার।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিকেল যে যায় যায়
কেমন মজার খেলার বিকেল
ঘুমেই হলো পার।
সকাল ভেবে বিকেল গেল
এখন কোথা পাই!
আমার জীবনের বিকেল-ও তো যায় যায়
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
দেখবেন মজা কেমন লুটে পড়ে
মন্তব্য করতে লগইন করুন