ক্ষমতার লোভে পতন অবশ্যম্ভাবী।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩০ আগস্ট, ২০১৫, ১২:২৮:০৬ দুপুর



এক বনে বাঘ, সিংহ, ভালুক জোটবদ্ধ ছিল। তাদের আক্রমণে হরিণগুলো প্রায় প্রতিদিন হতাহত হতে লাগলো। হরিণদের সর্দার গোষ্ঠী রক্ষার কোন উপায় না পেয়ে, এক পর্যায় দু:শ্চিন্তায় মারা যায়। তার মৃত্যুর পর এক তরুন হরিণ নতুন সর্দার নির্বাচিত হয়।নতুন সর্দার দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা দিলেন,তিনি এই দায়িত্বের যোগ্য নন এবং সর্দার হবার মতো কোন যোগ্য হরিণ বর্তমানে তাদের নেই, তাই খুব শীঘ্রই বাঘ, সিংহ, ভালুক কে আহবান জানানো হবে, যেন তাদের কেউ একজন হরিণদের সর্দার হন। এ ঘোষণার পর হরিণেরা ক্ষুদ্ধ হয় কিন্তু তাদের করার কিছু ছিল না। তারা দলনেতার হুকুম মানতে বাধ্য।এদিকে এ ঘোষণা শুনে বাঘ, সিংহ, ভালুক তো মহাখুশী। তারা হরিণদের নতুন সর্দারকে বাহবা দিলেন।আর সাথে সাথে মতলবও আঁটতে শুরু করলো। তারা প্রত্যেকেই চায় হরিণদের সর্দার হতে। তাদের বিশ্বাস হরিণদের সর্দার হতে পারলেই বিনা বাঁধায় প্রতিদিন পেট ভরে হরিণের মাংস খাওয়া যাবে। সুতরাং তারা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো।এক পর্যায় বাঘ ঘুমন্ত অবস্থায় সিংহকে হত্যা করে।তখন ভালুক অনুমান করে যে, সর্দার হতে বাঘ তাকেও ছাড় দিবে না। যে কোন সময় বাঘ তাকেওআক্রমণ করতে পারে। তাই ভালুক এক ফাঁদ পেতেঘুমের ভান করে থাকে। রাতে বাঘ চুপি চুপি ভালুকের খোঁজে যায়। কাছাকাছি পৌঁছে সে ভালুকের ওপর ঝাপিয়ে পড়ে । ঠিক তখনই ভালুক অন্য পাশে লাফিয়ে পড়ে । ফলে ভালুকের পেতে রাখা ফাঁদে পড়ে বাঘ মারা যায়।বাঘ ও সিংহের মৃত্যুর পর ভালুক একা হয়ে যায়। তখন হরিণগুলো তরুন সর্দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভালুককে গুতিয়ে গুতিয়ে হত্যা করে। আর এভাবেই বনে তরুন হরিণ সর্দার তার গোষ্ঠীকে রক্ষা করলো।

এই গল্পের শিক্ষাণীয় দিক:═══════════

✪ ঘোষিত বিষয়ের মূল উদ্দেশ্য অনেক সময়অঘোষিত থাকে।

✪ শত্রুর শক্তি বিভাজন করতে পারলে পরাভূত করা সহজ।

✪ ক্ষমতার মোহ, বিশ্বাসঘাতক সৃষ্টি করে।

✪ লোভে পা দিলে, ফাঁদে পড়তে হবে।

✪ ক্ষমতার লোভে পতন অবশ্যম্ভাবী।

✪ দল রক্ষায় তরুনরা যোগ্য ।

✪ লোভে পাপ, পাপে মৃত্যু।

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338575
৩০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৮
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
338601
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৫
হতভাগা লিখেছেন :
✪ শত্রুর শক্তি বিভাজন করতে পারলে পরাভূত করা সহজ।


০ একি রকম থিওরী Divide and rule প্রয়োগ করে ইংরেজরা প্রায় ২০০ বছর উপমহাদেশে রাজ করেছিল ।

এখনও করছে ,তবে ভিন্ন টেকনিকে
338652
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File