তুমি সহায়!!

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ আগস্ট, ২০১৫, ১২:৫৩:৩০ দুপুর
মেঘলা আকাশ
মনটা ফ্যাকাশ
লাগছে কেমন কেমন।
স্মৃতির পাতায়
মনটা আমার,
করছে বিচরণ।
এমন সময়
মেঘ করেছে,
লাগছে না যে ভালো।
মেঘলা আকাশ
দেখে আমার,
এমন কেনো হলো?
ভাবছি আমি
তাদের কথা
যাদের গৃহ নাই,
ঝড়ের রাতে
তাদের সবার,
হচ্ছে কি উপায়?
তাদের জন্য
করতে আমি
পারি না কিছু।
দোয়া করি তাই,
আল্লাহ তুমি
তাদের জন্য
হও যে সহায়।
১০ সেপ্টেম্বর ২০০৭
কুতুব খালী, ঢাকা
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন