# পেয়াজের ঝাঁজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৫, ০২:১৪:১৮ দুপুর
ঝাঁজটাতো আগেই ছিল
দাম বেড়েছে আরো
কর্তার হাতে বাজার থলে
গিন্নী বলেন ছাড়ো।
ডালায় ঢেলে মাছ সবজি
এদিক সেদিক হাতায়
ক'বার করে বলেছিলাম
ঢুকতো যদি মাথায়।
পেঁয়াজ ছাড়া রান্না কি হয়
ধ্যুর মোর জ্বালা
করবনা আজ রান্নাবান্না
ছুড়েন গিন্নী থালা।
ওহ আচ্ছা ভুলেই গেছি
চালিয়ে নাও আজ
মনে মনে ভাবেন কর্তা
কমুক একটু ঝাঁজ।

বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কমছে না তো দাম
শুধু কেন পেঁয়াজের
আমরা করছি যে বদনাম
সমস্যাটা কোথায় সেটা
বের করা দরকার
ধরতে হবে বাঁধতে হবে
অসৎ মজুতদার
মন্তব্য করতে লগইন করুন