!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-১৯) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ আগস্ট, ২০১৫, ০২:২১:৫৯ দুপুর
আমাদের মৌজার তফশিলদার ছিলেন সনতোশ ডাক্তারের বাবা । অনেক বয়স্ক লোক ছিলতো তাই কখনো ওনার নাম জানা হয়নি।
ওনাদের বাড়ীটা ছিল আমাদেরই পাড়ায় । আমাদের পুরা গ্রামে ৮টা পাড়া মিলে ১২ ঘর হিন্দু ছিল। ১২ ঘরের ৫ ঘর ছিল ওদের মঠবাড়ীতে ।
বছরের ১৩ পুজাতে সেখানে অনেক দুরদুরান্ত থেকে হিন্দুরা আসতো কিত্তন পুজা পর্বন ইত্যাদি তাদের আচার অনুষ্টান পালন করতো।
এই মঠ বাড়ীতে ২০০ বিঘা জমি দান করেছিল কোন হিন্দু জমিদার। সঠিক ভাবে ভদ্রলোকের নামধাম অনেকেই জানে না।
বর্তমানে হয়তো সেটা ভুমি দস্যুরা ২০-২৫ বিঘায় এনেছে বাকী সব তাদের পেটে ঢুকেছে।
পশ্চিম পাড়ায় ছিল ৪ ঘর হিন্দু ওরা ছিল শর্নকার এবং ঠাকুর পরিবার , অন্য মুসলমানদের সাথে চলাফিরয় তেমন অমিল ছিল না।
আর আমাদের পাড়ায় সনতোশ ডাক্তারের বাবারা তিন ভাই বাস করতো। এর ভিতর সনতোশ ডাক্তারের বাবা খাজনা আদায় করতো পুরা ৫ গ্রামের কৃষকদের থেকে । আর বাকীরা একজন নাপিত আর একজন দোকনদারী করতো
।
সকাল বেলায় সনতোশ ডাক্তারের কাছে রুগি আসতো সব হিন্দু, সোনাতানপুর হরিপুর মধুনাথপুর কলমনখালী বাকুয়া এবং আমাদের গ্রামের ।
তবে ডাক্তার বসতো ওদের কাচারীর একরুমে আর অন্যরুমে নিদৃষ্ট সময় ওর বাবা বসতো খাজনা নিতে।
ওদের কাচারীর সামনে দিয়ে কোন মুসলমান জুতা পায় দিয়ে যেতে পারতো না যত বৃষ্টি থাকুক আর রোদ থাকুক ছাতা মাথায় দিয়েও যেতে পারতো না।
কেউ এমনটা করলে ইংরেজদের মারফতে কোন না কোন ভাবে শাস্তির ব্যাবস্থা হতো।
এমনকি বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় মাথা একটু নিচু করে শ্রদ্ধা নিবেদন করে যেতে হতো সবাইকে।
ঐ সুবাদে সনতোশ ডাক্তারদের অনেক সম্পত্তি হয়েছিল যাহা আমদের ছাত্র জীবনেও দেখেছিলাম ।
নাটার বিলের বিশাল এলাকা ছিল সনতোশদের জপির পুকুর , বড় পুকুর এবং আশপাশের অনেক জমি তাদের দখলে গিয়েছিল
যদিও এখন ৫ বিঘা জমি তাদের কাছে নাই।
ওদের অপর ভাই বিরেন বিশ্বাস তার পুত্রকে যখন বিবাহ করাইবে ,ঠাকুর মশাই এসেছে মন্ত্র পড়াইতে । মন্ত্র পড়াইছে ত পড়াইছে , মুসলমান বন্ধুরা ওর পাশে অপেক্ষা করছে।
হটাত বিরেনের ছেলে বিধান বলছে ঠাকুর জি আপনাদের মন্ত্র এত কঠিন কেন ? মুসলমানরা তো কত সহজে এই কাজ করে ফেলে । আমি আর পারবো না দুঃখিত
তখন ওর বাবা মা ঠাকুরের কাছে মাফ চাচ্ছে আর বিধানকে বকাবকি করছে। ঠাকুর মসাই ওর ভুল হয়েছে মাফ করবেন
পরবর্তি পর্বে দেখা হবে
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু জমিদার ছিল
but some place use power
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন