- লোভ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ১১:২০:১৬ সকাল
শেয়ার যখন দাম বাড়ে কিনে আদু চড়া দামে
বোকার মতো বশে দেখে সূচক যখন নিচে নামে।
নামতে নামতে দেখে যখন নাই তার মূল্যটা
নিজের চুল নিজেই ছিড়ে নাই বোকামির তুল্যটা।
সেকেন্ডারী শেয়ার মানে ফটকাবাজের জুয়া
নিজের শেয়ার নিজেই কিনে বাড়ায় দাম ভুয়া।
বোকা যারা না বুঝেই জমি জমা সব ঢালে
ধারের টাকা তুচ্ছ ভেবে জড়ায় সব এক জালে।
পাওনাদার দেয় তাগাদা দাদা আমার টাকাটা
সুদেগুনে বাড়ছে কেবল ব্যাংক লোনের মালাটা
ঘরবাড়ী ছেড়ে এবার পালাও দেখি বাঁচাধন
দেয়ালে পিঠ ঠেকল আদুর বলল রেগে পাছা লন।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাছা লন।
পাছা লন।
বলা যায়?
মন্তব্য করতে লগইন করুন