- লোভ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৫, ১১:২০:১৬ সকাল



শেয়ার যখন দাম বাড়ে কিনে আদু চড়া দামে

বোকার মতো বশে দেখে সূচক যখন নিচে নামে।

নামতে নামতে দেখে যখন নাই তার মূল্যটা

নিজের চুল নিজেই ছিড়ে নাই বোকামির তুল্যটা।

সেকেন্ডারী শেয়ার মানে ফটকাবাজের জুয়া

নিজের শেয়ার নিজেই কিনে বাড়ায় দাম ভুয়া।

বোকা যারা না বুঝেই জমি জমা সব ঢালে

ধারের টাকা তুচ্ছ ভেবে জড়ায় সব এক জালে।


পাওনাদার দেয় তাগাদা দাদা আমার টাকাটা

সুদেগুনে বাড়ছে কেবল ব্যাংক লোনের মালাটা

ঘরবাড়ী ছেড়ে এবার পালাও দেখি বাঁচাধন

দেয়ালে পিঠ ঠেকল আদুর বলল রেগে পাছা লন।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337894
২৬ আগস্ট ২০১৫ সকাল ১১:২৫
সুমন আখন্দ লিখেছেন : পাছা লন।
পাছা লন।
পাছা লন।
২৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৪০
279480
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
337898
২৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:০১
মাজহারুল ইসলাম লিখেছেন : দেয়ালে পিঠ ঠেকল আদুর বলল এইবার দিমু ফাঁসি

বলা যায়?
২৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৮
279482
বাকপ্রবাস লিখেছেন : বাঁচাধন এর অন্ত্যমিল দিমু ফাঁসিটা তেমন জুতসই হবে বলে মনে হয়না, এটাতো অন্ত্যমিল দিয়ে লিখা
337927
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪১
নাবিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৯
279498
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File