ফের নতুন ডোমেইনে বিডিটুডে
লিখেছেন লিখেছেন সম্পাদক ২৬ আগস্ট, ২০১৫, ১১:২৭:১৬ সকাল
সুপ্রিয় পাঠক,
আবারও সরকারের কালো থাবায় নিপতিত হলো monitor-bd.net নামের জনপ্রিয় ওয়েব পোর্টালটি। মাটি ও মানুষের পক্ষে সোচ্চার এই সাইটটি এর আগেও বেশ কয়েকবার বিনা কারণে সরকারের খড়গহস্তে পতিত হয়। যতবার ব্লক করা হয় ততবারই আমাদের নতুন ডোমেইনে চলে যেতে হয়েছে। সর্বশেষ (monitor-bd.net ) সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না বিধায় আমরা নতুন ডোমেইন http://www.bd-monitor.net চলে এসেছি । পাশাপাশি পূর্বের ডোমেইনেও দেখতে পাবেন।
নতুন সাইটে আসায় কিছু সমস্যা হতে পারে। আমরা সমাধানের চেষ্টা করছি ।
ধন্যবাদান্তে,
সম্পাদক
বিষয়: বিবিধ
৪৭৭৮ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও ব্লগে ঢুকতে পারছিলাম না!ফেবুতে শেয়ার দেয়া একজনের লিংক দেখে লগইন করলাম!
আল্লাহ আপনাদের স হায় হোন!!
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে আছি আমরণ
ইনশাআল্লাহ.... অটল এ পণ!!!!
[[মন্তব্য করতে পারছিলাম না!!
যদি আমার মন্তব্য প্রকাশ হতো তবে এ জায়গাটি আমার দখলেই থাকতো!!<:-P )
তাই এখানেই জায়গা করে নিলাম!!>- ]
গতকয়েক দিনের পোস্ট দেখা যাচ্ছে এই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা কইরেন।
নতুন ডোমেইন খোলার জন্য জাজাকাল্লাহু খাইরান।
ভবিষ্যতে এসব ঝামেলা কমানোর লক্ষ্যে একটি ফেসবুক পাতা খোলা যায় কিনা সবাইকে ভেবে দেখার আহবান করছি, যাতে করে ব্লগারেরা খবরটি তাড়াতাড়ি পেয়ে যায়। ব্লগে সমস্যা হবার পর অনেকে ইমেইল করে জানতে চায়, ব্যাপার খানা কি? অথছ আমরাও জানিনা প্রকৃত সমস্যা কি। তাই ফেসবুকের মাধ্যমে সহসা জানাটা সহজ হবে বলে মনে করি।
আমার জানা মতে, এই ব্লগে সরকার বিরোধী এমন কোন পোষ্ট আসেনা, যে সরকারকে ভীত সন্ত্রস্ত হতে হয়। এখানের ব্লগারেরা সাধারন বিষয় নিয়েই আগ্রহী। ইসলামী যে পোষ্ট গুলো আসে সেগুলোতেও সরকার বিরোধী-রাষ্ট্রবিরোধী উপাদান থাকেনা।
তারপরও সরকার কেন এতটা আতঙ্কিত বুঝতে সক্ষম হলাম না! সরকারে যদি বিরোধীতার খাতিরে টিপ্পনী, খুনসুটি, সমালোচনার সহ্য করার মত ওজন না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি ভোট বিহীন নির্বাচন করে কেন নিতে গেলেন?
যাক, সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষন করছি, আমাদের পোষ্টের মন্তব্য ও সংযুক্ত ছবি গুলো ফেরত দিলে উপকৃত হব। তাছাড়া আমরা ইতিপুর্বে ব্লগের যে সব লিঙ্ক গুলো পোষ্টে ও পোষ্টের বাহিরে দিয়েছিলাম, সে গুলো কোনটাই কাজ করেনা। সেটার জন্য করণীয় কি জানিয়ে বাধিত করবেন। সম্পাদক মহোদয়কে আবারো ধন্যবাদ।
সুগম হোক আগামীর পথ চলা হে টুডে ব্লগ।
জাযাকাল্লাহ খাইর
আমাদের অভিঙ্গতা আছে বাঁধা ডিঙিয়ে আলো আনার...!
আমরা সুখীজন দুঃখের
সকল আগুন ছিন্ন করে.....
আলো চিনিয়ে আনব
বন্দীময় শিকল ছিড়ে।
আমাদের অভিঙ্গতা আছে
বাঁধা ডিঙিয়ে আলো আনার,
প্রমান করেছি শত তিক্ততায়ও
মানিনি কখনো অন্যায়ের কাছে হার।
আমরা বাঁধাহীন লেখার
অঙ্গীকার করেছি রেখে হাতে হাত,
নতুন সূর্য ছিনিয়ে আনবই
ভেঙ্গে ছুড়ে অশুভ শক্তির হাত।
কেন আমাদের পথ চলায় বাঁধা নিলজ্জ বোবার পদাঙ্ক করে অনুসরণ??
বাঁধাহীন ভাবে তোমরাও বলতে পারো বোবার মত কেন তোমাদের মনে এতো রক্তক্ষরণ।
জবাব দেয়ার অযোগ্যতা উপস্থাপন
কেন নিলজ্জের মত বারবার?
যোগ্যতার পরিচয় দিয়ে বাঁধাহীন
লিখেতে এসো জানাচ্ছি আহবান আবার।
সরকারের কালো থাবা কেন এই প্লাটফর্মে পড়ে ঠিক বুঝতে পারছিনা কতশত বাংলা ব্লগ সাইট আছে শুধু সরকারের যত কর্ম সবকিছু সাপোর্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন।
এখানে সামান্যতম সমালোচনা হয় হয়তো....!! সমালোচনা হলে সুধরানো সুযোগ তৈরি হয়, সরকার কি অন্ধ হয়ে থাকতে চাই??? যদি তা চাই তা হলে তারা থাকতে পারে.....
সরকার সবাইকে অন্ধকারে রাখতে চাই এটাই বারবার প্রমাণ পাচ্ছি!!! যা কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়।
সরকারের প্রতি নিন্দা জানাচ্ছি এই অশুভ কাজটির জন্য।
টুডে ব্লগ কর্তৃপক্ষকে জানাচ্ছি সহমর্মিতা!! যারা বারবার আহত হবার পরও তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। শুভ কামনা সাথে আছি।
অঙ্গীকার করেছি রেখে হাতে হাত,
নতুন সূর্য ছিনিয়ে আনবই
ভেঙ্গে ছুড়ে অশুভ শক্তির হাত।
অনেক ধন্যবাদ ।
আল্লাহ এডমিনকে সহায়তা করুন
আমিন
সম্পাদক সাহেবকে ধন্যবাদ।
এ ব্লগটি হারালে আমার অনেক দিনের অনেক কষ্টের পরিশ্রম হারিয়ে যাবে ! এ ব্লগটি দিয়েই আমি ফেবু সহ সকল ক্ষেত্রে ইসলাম পন্থি ভাইদের মাঝে প্রকৃত ইসলামের খেদমত করে থাকি !
বাংলায় ইসলাম বিরোধী ব্লগ আছে প্রায় কুড়িটির মত। আর সদালাপ-টুডে ব্লগ বাদে মানসম্মত কোন ইসলামী ব্লগ ই নেই, ইসলামী সংগঠনের উচিত এ ব্লগটিকে নিজস্ব অর্থায়নে পরিচালিত করা।
এখনো কিছু সমস্যা আছে বলেই মনে হচ্ছে। নতুন লিঙ্কে ক্লিক করলে ব্লগ আসছে না, ম্যাগাজিন আসছে।
আর আমার কমেন্টস আমি ছাড়া অন্য কেও দেখছে না বলেই মনে হচ্ছে। কেও যদি দেখেন একটা উত্তর দিয়েন। তাহলে বুঝব যে দেখা যাচ্ছে।
টুডেব্লগের টিকে থাকার এই অদম্য-অক্লান্ত প্রচেষ্টাকে দাঁড়িয়ে স্যালুট জানালাম...
বাধার প্রাচীর সব ভাঙ্গবই। আল্লাহর কাছে শুকরিয়া জানাই...
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
ব্লগার মাহবুব রহমান
http://www.facebook.com/mahbub.rahman.
ব্লগার মাহবুব রহমান তাঁর ইউজারনেম ও পাসওয়ার্ড ভুলে গেছেন, সম্ভাব্য কয়েকটি বানানে ইউজারনেম দিয়েও সুফল হয়নি
আমি তাঁকে সাহায্য করতে চেষ্টা করেও পারিনি, আপনার সাহায্য প্রয়োজন
তাঁর ইমেইল
জাযাকাল্লাহ
টিপু ভাইয়ের ফেসবুক আইডি খোলার বিষয়টা দেখা যেতে পারে। তাহলে সবাই কোন সমস্যা হলে দ্রুত জানতে পারলো।
মন্তব্য করতে লগইন করুন