ব্লগ লেখা প্রতিযোগিতা ঃ আপনার প্রিয়
লিখেছেন লিখেছেন সম্পাদক ১৭ মে, ২০১৫, ০১:১৬:৩৯ দুপুর
সুপ্রিয় ব্লগার,
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি সবাইকে। ভালো আছেন নিশ্চয়। হাজারো ব্লগারের লেখনির ছোঁয়ায় ছন্দে, গল্পে, ভিন্নধর্মী জীবনভিত্তিক আলোচনা, সুন্দর শালীন সুরুচিপূর্ণ সমালোচনা, তথ্য ভিত্তিক লেখা প্রভৃতি বিভিন্ন কিছুর সম্মিলনে সমৃদ্ধ হবে আমাদের প্রিয় বাংলাভাষা, সেই প্রত্যাশায়ই শুরু হয়েছে টুডে ব্লগের অগ্রযাত্রা। এক ঝাঁক কলম শিল্পী তৈরীর স্বপ্ন নিয়েই এর পথ চলা।
আপনাদের পর্যায়ক্রমিক ও উত্তরোত্তর আগ্রহ আমাদেরও আনন্দিত করেছে। আপনারা জেনে খুশী হবেন যে, আপনাদেরকে নিয়ে সারা বছর ব্যপী আমাদের ঝুলিতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন ধর্মী প্রতিযোগিতার এই চমকগুলো আপনাদের উৎসাহিত করবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
সম্মানিত ব্লগার,
আমাদের টুডে ব্লগের চতুর্থ 'বিষয় ভিত্তিক' লিখা আমরা নির্ধারণ করেছি "প্রিয় বই / ব্যক্তিত্ব/ লেখক / খাবার/ দেশ "
হতে পারে আপনার প্রিয় বই, লেখক, ব্যক্তিত্ব। আসতে পারে প্রিয় খাবার, দেশ, ।
শৈশবের দিনলিপির শুরু থেকেই ভালো লাগার প্রিয় বইটিকে ঘিরে আছে সুপ্ত অনুভূতি, যা হৃদয় তন্ত্রীতে কখনো আনন্দঝর্না হয়ে কখনো বিষাদের সুরে আবার কখনো সুন্দর পৃথিবীর তরে আশার স্বপ্ন বীজ বুনে দেয়। সেই বইটিকে ঘিরে লিখে ফেলুন আপনার অনুভূতি!
আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে পছন্দের কোন প্রিয় লেখক -যার শানিত কলমের আঁচড়ে উজ্জীবিত হয়েছে , দিক নির্ধারন হয়েছে লক্ষ্যচ্যুত ,পথভ্রষ্ট জীবনের! গতিময়তা পেয়েছে সুন্দর জীবনের তরে আঁকা সেই বইটি যা নীল নকশায় আপনি উন্মোচন করেছেন এক অনিন্দ্য সুন্দর পৃথিবীর! আপনার লিখনীর রং -তুলিতে ফুটে আসুক সেই অনুভূতির জলছায়া!
জীবনের কাংখিত লক্ষ্যে পৌঁছতে বাতিঘরের ন্যায় আলো দেখিয়ে মন্জিলের লক্ষ্যপানে ছুটতে সাহায্য করেছেন প্রিয় কোন ব্যক্তিত্ব! জীবনকে ঘিরে যতো হতাশা ও দ্বিধাদ্বন্দ্বকে মুছে দিয়েছেন একটুকরো আলোকবিন্দু হয়ে! শেয়ার করুন আমাদের সবার সাথে আপনার প্রিয় ব্যক্তিত্বকে কে ঘিরে সেই আলোকচ্ছটার সুউজ্জল রেখাগুলো!
অনেক ধরনের খাবার খেতে ভালো বাসে। তার মধ্যে নিশ্চয় কিছু খাবার খুবেই প্রিয় । লিখুন, বর্ননা দিন সেই সব খাবারের ।
মোদ্দা কথা " আপনার প্রিয় " তে লিখতে পারেন যা কিছু আপনার প্রিয় তা নিয়ে ।
লেখার পরিধিঃ
লেখার পরিধি ব্লগের পাঠকদের ধৈর্যের সাথে সঙ্গতি পূর্ণ হয় তেমন একটি অবস্থানে লিখলেই ভালো।
পুরস্কারঃ
এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের জন্য রয়েছে অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার। এর পর আরো সেরা সাতটি লেখা নির্বাচন করা হবে। মোট ১০ টি পুরস্কার দেয়া হবে।
এই প্রতিযোগিতা শুরু:- ১৭ ই মে, ২০১৫।
প্রতিযোগিতার লেখা জমা দেবার শেষ তারিখ:- ১৫ জুন, ২০১৫
লেখা পোষ্ট করার সময়, বিভাগ " প্রতিযোগিতা_ আপনার প্রিয় "প্রিয় বই / ব্যক্তিত্ব/ লেখক/দেশ/ খাবার নির্বাচন করলেই ব্লগ প্রতিযোগিতার পাতায় চলে যাবে আপনার লেখাটি।
একজন ব্লগার এই বিষয়ে সর্বোচ্চ ৫টি লেখা দিতে পারবেন।
তবে আর দেরী কেন। আজই সচল করুন আপনার ভাবনার চাকা। লিখতে শুরু করুন আপনার প্রিয় বই / ব্যক্তিত্ব/ লেখক কে নিয়ে।
ধন্যবাদন্তে
সম্পাদক, টুডে ব্লগ
বিষয়: বিবিধ
৪৩০৩ বার পঠিত, ১২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে নির্বংশ করে দিন । আমীন ।
দয়া করে বলবেন কি -
১. ইসলামী উৎসব ও পর্ব উপলক্ষ্যে কোন পোস্ট স্কিকি করা হয় না কেন ?
২. ওহাবী মতবাদ ও মওদুদী মতবাদ নির্ভর পোস্ট নির্বাচিত ও স্টিকি করার কারণ জানতে পারি কি ?
আমি সন্তোষজনক উত্তর পেলে মন্তব্যটা মুছে দিবো ।
নাকি গজব শব্দেও মওদুদীবাদের গন্ধ পাইছেন??
আপনি কি খুশি হোন সুরা তওবা অনুযায়ী ওয়াজ করলে ।
তাহলে ওয়াজ করা শুরু করলাম :
” بَرَاءةٌ مِّنَ اللّهِ وَرَسُولِهِ إِلَى الَّذِينَ عَاهَدتُّم مِّنَ الْمُشْرِكِينَ
সম্পর্কচ্ছেদ করা হল আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। " ( সুরা তওবা : ১ )
বাকী আয়াতগুলো পড়ে নিবেন আশা করি । সে সব আয়াতে মারামারি করার কথা আছে ।
মোহাম্মদ ফখরুল ইসলাম নিজেকে জ্ঞানী ভাবতে ভাবতে নিজেকে নষ্টজ্ঞানের কিটপতঙ্গ হিসাবে উপস্থাপন করে চলছেই.....!! এই মন্তব্যটিও অঙ্গতার বহিপ্রকাশ।
এ জন্যই স্টিকি হয়না।
এত সুন্দর একটা মন্তব্য মুসা ঠিক হবেনা।
ব্যাবহারই তো বংশের পরিচয়।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৮ মে, ২০১৫, ০৯:২৫:৪১ রাত
ইদানিং কিছুটা ব্যস্ততার কারণে ব্লগে তেমন একটা লগিং করার সুযোগ হয় না। একটু আগে এক বন্ধু টুডে ব্লগের সম্পাদক সাহেব কর্তৃক নোটিশ বোর্ডের স্টীকি করে রাখা একটি লেখার লিংক দিয়ে ওখানে একজন বিশেষ চরিত্রের ব্লগারের একটি মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাকে তার মন্তব্যের উত্তরে কিছু লিখতে অনুরোধ করলেন।
দেখলাম তার মন্তব্যের জবাবে সম্পাদক সাহেব কোন উত্তর এখন পর্যন্ত না দিলেও প্রায় দশ/এগার জন ব্লগার উক্ত মন্তব্যের প্রতিবাদ করে প্রতি উত্তর দিয়েছে। এই নির্বোধ বেআক্কেল গাধা টাইপের লোকটির বেফাস বোলচালের প্রতি আমি তেমন একটা আকর্ষণ ফিল করি না। তবুও বন্ধুর অনুরোধে মন্তব্য না করে সরাসরি ব্লগেই আমার মন্তব্যটি পোস্ট করে দিচ্ছি। একজন বিখ্যাত আলেমের মুখে একটি গল্প শুনেছিলাম। কোনো এক ব্যক্তি নিজেকে হাজী সাহেব হিসেবে সমাজে নিজের নাম পরিচিতি করানোর জন্য অনেক টাকা খরচ করে হজ্ব করে আসলেন। কিন্তু সমাজের লোকজন তাকে হাজী সাহেব হিসেবে সম্ভোধন করে না। একবারে না পারিলে দেখ শতবার সূত্রের আলোকে লোকটি আবারো টাকা খরচ করে হজ্ব করে আসলো। কিন্তু এবারো লোকজন হাজী সাহেব হিসেবে ডাকাডাকি করে না। এভাবে অনেক বার হজ্ব করেও নিজের নামের সাথে হাজী সাহেব স্বীকৃতি না পাওয়ার কারনে রাগে-গোস্বায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে জ্বম জ্বম কুপের পাশে দাড়িয়ে পশ্রাব করে নিজের অন্তরের ঝালা মিঠানোর জন্য যখনই পড়নের কাপড় উঠানোর প্রস্তুতি নিচ্ছে তখনই পুলিশের নজরে পড়াতে বেচারা ধরা পড়ে গেলো। যেহেতু হারাম শরীফের সীমানার মধ্যে কোনো অপরাধীকে প্রহার বা মারধোর করার নিয়ম নেই সেহেতু উক্ত মুতেরা হাজ্বীকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলো। সেদিন থেকে উক্ত লোকটির নামের সাথে যোগ হয়ে গেলো মুতেরা হাজ্বী।
আর এই বেহায়া বে-শরম নিলর্জ্ব লোকটাকে সমাজের লোকজন সবাই মুতেরা হাজ্বী বলে ঠাট্টা করলেও নিজে আত্মতৃপ্তিতে বুক ফুলিয়ে নিজের বাহাদুরী প্রচার করতে থাকে যে হারাম শরীফের পুলিশ পর্যন্ত তার কেশাগ্র ছিড়তে পারে নাই।
সম্মানিত পাঠক এতক্ষণ পর্যন্ত যার কথা বলছি হয়তো কেউ কেউ বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য নিচের স্ক্রীন সর্ট দিচ্ছি।
আমিও একমত ।
আচ্ছা, এই পোষ্টটি কি ষ্টিকি করে রাখা যায় না? আশা করছি ভেবে দেখবেন প্রিয় মডারেটরগন।
আর আপনার সাথে একমত।
যেকোন একটা দিলে ভালো হয়।
বি দ্রঃ আমি মোবাইলে ব্লগ চালাই, এখানে এখনো লেখার বিভাগে এই প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়নি, সেই বাবা প্রতিযোগিতা এখনো আছে... আশা করি দ্রুত যুক্ত করবেন...
কারো কাছে বই, কারো কাছে টাকা, কারো কাছে ক্রেস্ট আকষর্নীয়।
এ জন্য কী কী পুরষ্কার দেয়া হবে তা পরিষ্কার করে বলা উচিৎ।
পুরষ্কার কেনো দেয়া হয় সেটা আমিও জানি।
আমি বলতে চেয়েছি, আকর্ষণীয় পুরষ্কারটি কী সটো পরিষ্কার করে বলা। যাতে কারো মধ্যে অষ্পষ্টতা না থাকে। শেরোয়ানি আর সোনার গহনা আমার দরকার নাই।
আপনারা তিন সাধু শেরোয়ানি পরেনগা, গয়না নিয়ে গিয়ে বিয়ে করেনগা, যান।
এডমিনদের অফিস কোথায় ?
তারা কি বাংলাদেশে বাস করেন ।
লেকাগুলো মাথায় কিলবিল করতাছে, নাহ?
নাম বদলান।
আমি একটা প্রতিযোগিতার আয়োজন করছি । ১০ জনকে পুরস্কৃত করা হবে । পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা হতে ১ লক্ষ টাকা । আর বিজয়ীরা একটা ক্রেস্ট ও বিশেষ সম্মাননা পাবেন । লেখার বিষয় :
১। ওহাবী সম্প্রদায় ও সৌদি আরব
২। ইসলাম ও বাংলাদেশের দুষমন জামায়াতে ইসলামী
।
৩। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম ।
লেখা তেরী করতে থাকুন । লেখা জমা দেওয়ার পদ্ধতি পরে জানিয়ে দেওয়া হবে ।
এই ব্লগের এডমিনদের নাম-ঠিকানা-রাজনৈতিক দর্শণ সম্পর্কে বিস্তারিত তথ্য যে বা যারা দিতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে ।
আপনার সুমতি কামনা করছি।
১। ওহাবী হচ্ছে যারা বাস্তব জীবনে কোরআন সুন্নাহকে মেনে চলে। আর সৌদি আরব সেই দেশ যেখানে আজান হলো সাথে সাথে দোখানপাট ব্যবসা-বানিজ্য কাজ-কাম বন্দ করে নামাজের জন্য লোকেরা কাতারে কাতার দাড়িয়ে যাই, আল্লাহর আদেশ মত।
২। ইসলাম ও বাংলাদেশের দুষমন যারা তাদেরই দুষমন জামায়াতে ইসলামী ।
৩। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বাংলাদেশে ধর্ম ও সংস্কৃতির উপর আসা আঘাত রুখে দিয়েছে নিজেদের বুককে ঢাল বানিয়ে । শহিদী রক্তের বন্যায় রুখে দিয়েছে অন্যায়। মওদুদী হচ্ছে সেই বিরল ব্যাক্তিত্ত যিনি কোরআন শরিফকে লাল কাপড়ের বন্দি থেকে মুক্ত করে আমাদের সামনে মেলে দরেছেন, ইকরা বিছমি রাব্বিকাললাজি খালাক্, পড় প্রভুর নামে........
প্রতিযোগিতার আহবান অবশ্যই প্রসংশার দাবি রাখে... তবে যে কোন একটি বিষয়ের প্রতিযোগিতা হলে ভালো হতো।
ব্লগের পরিবেশ দিন দিন পানসে হয়ে যাচ্ছে!
আগের মত শ্রদ্ধেয় মডুবৃন্দরা নজর দেন না মনে হয়!
প্রাণোচ্ছল সেই আগের পরিবেশ ফিরিয়ে আনতে 'সুন্দর পদক্ষেপ' ভাল কাজ দিয়ে!
অনেক ধন্যবাদ আপনাদের কে....।
বিষয় শুধু একটি হলে হয়তো লিখতে সাহস পেতামনা।
যে কয়টি বিষয় দেয়া আছে তার প্রত্যেকটির জন্য তিনটি করে পুরস্কার থাকা উচিত মনে করি। সার্টিফিকেট যেন অবশ্যই থাকে।
প্রতি জনে পাঁচটি করে লেখা দেয়ার সুযোগটিও ভাল হয়েছে।
কোন কোম্পানীকে প্রতিযোগিতার স্পন্সর করতে পারলে বিষয়টি আরো আকর্ষনীয় হত।
সুন্দর একটি ব্যানার দরকার যাতে ফেসবুকে প্রচার করতে সুবিধা হয়।
এমনভাবে প্রচার করতে হবে যাতে লেখকরা ব্লগার হয়ে আমাদের সাথে সাথী হয়।
প্রতিযোগিতার প্রত্যেকটি লেখা স্টিকি করা দরকার, প্রয়োজনে তিনটি স্টিকি পোষ্ট চলমান রাখা যায়।
বাবা প্রতিযোগীতার পুরস্কার এখনো পৌছায়নি (সেটা পদ্মা সেতুর জন্যই আটকে আছে কিনা কে জানে!)....এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত জানালে বাধিত হয়ে থাকতাম-
আর একটি নির্দিষ্ট বিষয় সিলেক্ট করলে ভালো হয়, বহুবিধ বিষয়ের মাঝে সর্বোচ্চ মানের লেখা খুঁজে বের করা কঠিন হবে।
তেমনি উনারা সিমাবদ্ধ জ্ঞান অর্জন করে ভাবে,আমিই পৃথিবীর বড় পন্ডিত, বড় হুজুর, বড় আলেম!
তর্ক করেন ভাল কথা, কাইজা করা ঠিক না।
সম্মানিত সম্পাদক সাহেবকে মোবারকবাদ।
সব লেখক-লেখিকা ভাই-বোনদের জন্য অগ্রিম দোয়া জাযাকাল্লাহ খায়ের।
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/4081/kala/65218#262767
মন্তব্য করতে লগইন করুন