"প্রিয় বাবা" প্রতিযোগীতায় বিজয়ী যারা
লিখেছেন লিখেছেন সম্পাদক ২০ জুন, ২০১৪, ০২:৩৪:৫৪ রাত
প্রিয় ব্লগার,
"প্রিয় বাবা" প্রতিযোগিতায় আপনাদের অভুতপুর্ব সাড়া পেয়েছি।
প্রায় শতাধিক মানের লেখা থেকে সেরা কয়েকটা নির্বাচন করতে গিয়ে আমাদের রীতিমত হিমশিম খেতে হয়েছে। মনে হয়েছে সব লেখাই সেরা। তার পরেও প্রতিযোগীতার স্বার্থে আমরা সেরা দশটি লেখা বেছে নিয়েছি।
প্রিয় পাঠক,
প্রতিযোগিতার নিয়মাবলী ছিল এরকমঃ
লেখাটা অপ্রকাশিত (আগে কোথাও প্রকাশ হয়নি) হতে হবে।প্রতিযোগিতার জন্য লিখিত বিষয়ের পরিধি- পাঠকদের ধৈর্য এবং ব্লগের পরিসরের সাথে সামন্জ্ঞস্য পূর্ণ হলেই চলবে।
সেরা যারাঃ
প্রথম
তুমি কি জানতে বাবা তোমায় কতটা ভালবাসতাম- পটাশিয়াম নাইট্রেট
Click this link
দ্বিতীয়
যে কথা আর হবে না বলা কোনদিন- আমীর আজম
Click this link
তৃতীয়
দূর আকাশের তারা-বৃত্তের বাইরে
Click this link
চতুর্থ
বাবা:শূন্যতার হাহাকার-ক্লান্ত ভবঘুরে
Click this link
পঞ্চম
বাবার সাথে দিনগুলি- আতিক খান
Click this link
ষষ্ঠ
আমার আব্বু- চির বিদ্রোহী
Click this link
সপ্তম
বাবার সাথে পিকেটিং- শিকারী মন
Click this link
অষ্টম
তাদের উপরে আকাশ আছে কিন্তু কার যেন ছায়া নেই- আলমগীর মুহাম্মদ সিরাজ
Click this link
নবম
বাবাকে না বলা কথা- দুখাই
Click this link
দশম
আমার প্রিয় বাবা-বিন হারুন
Click this link
পুরস্কার
প্রথম স্থান অধিকারী পারেন, দুই হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকারি পাবেন, দেড় হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। তৃতীয় বিজয়ী পাবেন, বারো শত টাকার মত পুরস্কার।
প্রথম,দ্বিতীয় ছাড়াও আরো পরবর্তী সাতজনের জন্য থাকবে এক হাজার টাকা মুল্যের আকর্ষণীয় পুরস্কার।
সাথে দেয়া হবে একটি আকর্ষনীয় প্রশংসা পত্র।
কিভাবে পাবেন পুরস্কার ঃ
যার বিজয়ী হয়েছেন তারা যে ইমেইল দিয়ে ব্লগ আইডি খুলেছেন সেই ইমেইল ব্যবহার করে, সম্পাদক বরাবর , আপনার বিস্তারিত ঠিকানা জানিয়ে ইমেইল করুন।
অপেক্ষা করুন আগামী ১৫ জুলাই ২০১৪ পর্যন্ত। এর মধ্যে পুরস্কার না পেলে আবার মেইল করুন।
ই-বুক ঃ
প্রতিযোগিতার নির্বাচিত গল্প গুলো নিয়ে "প্রিয় বাবা" নামে আলাদা একটি ই-বুক প্রকাশ হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। যেখানে মানের সব লেখাই থাকবে। কারো লেখাই বাদ যাবে না আশাকরি।
আগের বাকী পুরস্কার ঃ
প্রিয় মা প্রতিযোগিতার পুরস্কার পাঠাতে দেরি হওয়ায় আমরা দুঃখিত। সবার পুরস্কার আগামী ১৫ জুলাই এর মধ্যেই চলে যাবে।
অপেক্ষা করুন পরবর্তি প্রতিযোগিতার জন্য।
আপনাদের সক্রিয় অংশগ্রহন আমাদের প্রেরনার উতস। টুডে ব্লগের সাথেই থাকুন।
ধন্যবাদান্তে
সম্পাদক, বিডিটুডে
বিষয়: বিবিধ
৬৩৪৯ বার পঠিত, ৭৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই সাথে জানতে চাই যারা প্রতিযোগীতায় অংশ গ্রহন করি নাই তাদের কি ছোট খাটো কিছু পুরস্কার দেয়া যায় না? আমরাও তো এই ব্লগের ব্লগার।
আশা করি বিবেচনা করে দেখাবেন।
রাখো আমি রাতে আসছি।
অভিনন্দন সব্বাইকে।
আশা করি পরবর্তি আয়োজন হপে.... "প্রিয় সঙ্গি" (মানে আপুরা লিখবে 'ভাইয়াদের' কে নিয়ে --- আর ভাইয়ারা লিখবে 'ভাবিদের'কে নিয়ে। ----- আমিসহ অবিবাহিতরা অটোমেটিক বাদ এবারের আয়োজন থেকে)
এত্ত সুউইট+রোমান্টিক+মনেরমতো+প্রেমময় একটা মন্তব্য করার জন্য আপনাকে তো অবশ্যই আামর প্রিয় জিনিস “হাতুড়ি ফুল” দিতে হপে.... এই নিন হাতুড়ি ফুল খুব সুন্দর ফুল, তাই না? @রাইয়ানমণি
শুভেচ্ছা ও আন্তরিক অভিনদন সবাইকে...
শুভেচ্ছা ও আন্তরিক অভিনদন সবাইকে...
এবং তারচে' আরো অনেক বেশী পাঠক ও মন্তব্যকারীদের
[ অ.ট.= পাঠকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যায়না
ওটা থাকলে বোধ হয় একটা পেলেও পেতে পারি কখনো ]
আর সবগুলোর কয়েকগুণ আয়োজক টীমকে
জাযাকুমুল্লাহ.....
আসন্ন রমাদানের প্রস্তুতি চলছে তো সবার
কেউ কিছু মনে করবেননা বা
অন্যভাবে নেবেননা-
এ আস্থা থেকেই বলছি-
প্রাপ্ত পুরস্কারের অর্থমূল্যের সাথে সমপরিমেন যোগ করে পিতৃহীন কারো শিক্ষা বা চিকিতসায় ব্যয় করে দিন- এর বিনিময় আপনাদের আব্বু/বাবা পেয়ে যাবেন ইনশাআল্লাহ..
আর [নিজ পকেট থেকে "ধার" দিয়ে] রমজানমাসেই যদি এটা করা হয়, আরো উত্তম!
আল্লাহতায়ালা কবুল করুন [আমীন]
বাবা সম্পর্কে অনেক সুন্দর লেখাগুলো পড়লাম। অনেক ভাল লেগেছে। লেখাগুলো বই আকারে ছাপানো গেলে আরো ভালো হবে।
পৃথিবীতে সবার বাবাই ভাল। প্রকাশ করাটা কঠিন।
পুরস্কার যারা পেলেন তাদের লেখাগুলো সত্যিই অসাধারণ। শুভেচ্ছা রইল।
কিন্তু!!! আমি একখান সান্তনা পুরুস্কারও পাইলাম না
যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল। তবে সাবধান, আগামীবার কিন্তু আর আপনি পাচ্ছেন না। এবার ব্যস্ততার জন্য অংশগ্রহণ করতে পারিনি। কাজেই বুঝতেই পারছেন.....হা হা হা....
অাসলেই ভগবানের লীলা বুঝা বড় দায়!
মডু মামা মামীদের
লেখার যোগ্যতায় নয়, আমার বাবার সাথে আমার ঐ দিনগুলু এতটা আবেগ মাখানো ছিল যে তা হয়তো বিচারকদের প্রভাবিত করেছে।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশংসাপত্রটি অবশ্যই আমার অর্জনের স্বীকৃতি যা আমি আজীবন রাখবো। পুরস্কারের টাকাটা কি আমি রমজানে আমার বাবার জন্য দান করতে পারি? আর যদি এটা প্রতিযোগীতার নিয়ম বিরুদ্ধ হয় তবে অবশ্যই পুরস্কারের জন্য আমি উম্মূখ হয়ে থাকবো।
প্রশ্নটা হলো পাঠাবেন কিভাবে আমেরিকায়?
বিচারকমন্ডলীকে ধন্যবাদ যে তাঁরা বিচার করে রায় দিয়েছেন!
আমি তো সকল পোস্টই পড়েছি- বিচারক হবার যোগ্যতা যে আমার মোটেও নেই তা-ও হাড়ে হাড়ে উপলব্ধি করেছি!
আমি হলে তো এমনভাবে রায় দিতাম যে সকল প্রতিযোগী ১-১০এর মধ্যে এসে যেতো- কেউ বাদ পড়তোনা!!
আপনার ইপ্সিত খাতে খরচ করার জন্য কর্তপক্ষকে দায়িত্ব দিলে তাঁরা বোধ হয় আপত্তি করবেননা!!
প্রবাসের প্রতিটা দিন,প্রতিটা মূহুর্ত বাবা-মাকে ঘিরে। সমস্ত অস্তিত্ব জুড়েই বাবা-মা। তাদের নিয়ে লিখলে লিখা শেষ হবেনা। প্রবাসী বাবার আঙ্গুলটা প্রথম কবে ধরতে পেরেছিলাম মনে নেই কিন্তু পড়াশুনা,গান শেখা,নীতি-আদর্শ সবই বাবা-মায়ের কাছ থেকে পাওয়া। মা’র কাছে বকা খেয়ে সবসময় বাবাকে খুঁজেছি। বুঝতে পারতাম প্রবাসী বাবারাও নিশ্চয়ই সন্তানদের জন্য এমন করে ভাবেন,কষ্ট পান। এতিম দুই ভাইবোন একসাথে একই পরিবারে বাবা-মায়ের স্নেহছায়ায় বেড়ে ওঠায় তাদের দেখে বাবা-মা হীন জীবনকে অনেকটা উপলব্ধি করতে পেরেছি। সব বাবাদের জন্য বিনম্র শ্রদ্ধা,সালাম,আর ভালোবাসা রইল। প্রত্যেক বাবা মা তাঁর প্রিয় সন্তানের মমতায় মমতা ছড়িয়ে থাকুক আজীবন
ধন্যবাদ আয়োজক,মডারেটর,বিচারকমণ্ডলী এবং যারা বাবাদের প্রতি তাদের শ্রদ্ধা, ভালবাসার অনুভূতি জানিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সকলকে। বিশেষ ভালবাসা রইল পাঠকদের প্রতি যারা লেখাগুলো পড়েছেন এবং মন্তব্য করেছেন। ধন্যবাদ সবাইকে
সেই সাথে জানতে চাই যারা প্রতিযোগীতায় অংশ গ্রহন করি নাই তাদের কি ছোট খাটো কিছু পুরস্কার দেয়া যায় না? আমরাও তো এই ব্লগের ব্লগার।
আশা করি বিবেচনা করে দেখাবেন।
বাবাকে নিয়ে লিখতে কাউকে লেখক হতে হয়না। সবার লেখাই প্রানছোঁয়া, হৃদয়স্পর্শী। সবার লেখাই সেরা কারন সব ঘটনাই জীবন থেকে নেয়া। প্রকাশভঙ্গী আলাদা এই যা। সবার বাবাই সেরা বাবা, কারন সব সুসন্তানরাই বাবাকে নিয়ে লিখেছেন, লেখাগুলো পড়েছেন।
কাজেই এই আনন্দ সবার সাথে ভাগ করে নিলাম। আল্লাহ সবার বাবাকে সুন্দর জীবন / জান্নাত দান করুন।
সম্পাদকমণ্ডলী, সব ব্লগার এবং পাঠককে আন্তরিক শুভেচ্ছা।
এ প্রসঙ্গে এখানে বিডিটুডে ব্লগের প্রিয় সম্পাদক মহোদয় ও এতদসংশ্লিষ্ট ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছি যে,গত বছর অর্থাৎ ২০১৩ সালের মে মাসের ১২ তারিখে মাকে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল (মা"কে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশকরা হলেও আজ (২১/০৬/২০১৪, সকাল ১০:৪০) পর্যন্ত এর পুরস্কার পাইনি। এমনকি এ ব্যাপারে সম্পাদক কিংবা এতদসংশ্লিষ্ট কেউই আমি বা আমার জানামতে সে প্রতিযোগিতায় বিজয়ীদের কারো সাথে কোন রকম যোগাযোগ করেননি। অথচ এরই মধ্যে চলতি বছরে আয়োজিত বিয়ে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ এবং পুরস্কার পাঠানো হয়েছে এবং বিজয়ীরা তা পেয়ে ব্লগে আমাদেরকে জানিযেছেনও। সম্প্রতি (২০/০৬/২০১৪ তারিখে) প্রিয় বাবা প্রতিযোগিতারও ফলাফল প্রকাশ করা হলো, আমি জানিনা প্রিয় সম্পাদক মহোদয়সহ প্রিয় ব্লগার ভাই-বোনেরা বিষয়টিকে কীভাবে নিবেন।
আশা করি সম্পাদক মহোদয় তথা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এর জবাব ব্লগেই দিবেন।
ধন্যবাদ
পুরষ্কার নিয়ে কয়েকজনের অভিযোগ দেখলাম। আশাকরি মডুরা দেখবেন এবং কারণ ব্যাখা করবেন।
আগামীতে এমন সুন্দর সুন্দর টপিকের উপর লেখা আহ্বান করে ব্লগকে জমিয়ে রাখা যেতে পারে।
আমার বাবা কে নিয়ে আমার লেখাটা একটা অন লাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
http://correctnews24.com/স্বনাম-ধন্য-এক-গরিব-বাবা/
হবে কিছুদিন পর।
পড়াশোনা বাকি আছে অনেক।
এরি মধ্যে প্রতিযোগিতার সময়ও
শেষ হয়ে যাচ্ছে। কি আর করা।
পড়াশোনা বাদ
দিয়ে তাড়াহুড়ো করে একটা গল্প
লিখে ফেললাম। লেখা শেষ করেই
পোস্ট করে দিলাম। একবার পড়েও
দেখলাম না কোথাও কোন ভুল
হয়েছে কি না।
টুডে ব্লগে গল্প
লেখা প্রতিযোগিতা। বিষয় ছিল
"প্রিয় বাবা "
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর
কাছে অসংখ্য শুকরিয়া যে আমার
গল্পটা দ্বিতীয় স্থান অধিকার
করেছে।
ধন্যবাদ ব্লগের সম্পাদক মন্ডলিকে অনেক অনেক ভাল লেখার ভিড়ে আমার গল্পটা নির্বাচিত করার জন্য। ধন্যবাদ সকল পাঠককে আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য। ধন্যবাদ জানাই সকল কমেন্টকারীকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।অভিনন্দন জানাই সকল বিজয়ীকে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে।
আর একটা কথা, আমার জন্যে একটু বেশী করে দোয়া করবেন প্লিজ।
পুর্বের দুটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলাম,কিন্তু এখনো পুরস্কার পাইনি।
পুরস্কার হাতে পাওয়াটা বড় কথা নয়, পুরস্কার পাওয়ার ফিলিংসটাই আসল কথা। বিজয়ী হয়ে দেশ জাতির মুখ উজ্জ্বল করেছেন সেটাই আপনার আমার সবচেয়ে বড় পাওয়া।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা।
ধন্যবাদ মড়ারেশন টিমকে।
সত্যি করে বলছি বৃত্তের বাইরে যদি না লিখার জন্য তাগাদা না দিতেন তাহলে হয়ত কখনো এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা হতনা।
তারপরেই আমার ছোটবেলার বাবার সাথে এলোমেলো জীবনের এলোমেলো লিখাটি লিখেই ফেললাম। এত্ত গুলো সুন্দর লিখার মাঝে আমার এলোমেলো লিখাটি সেরা দশে আসবে ভাবনাতে ও ছিলনা। অনেক ধন্যবাদ বৃত্তের বাইরে নামক সন্মানিত ব্লগার কে।
ধন্যবাদ ,ব্লগের সম্পাদক মন্ডলিকে অনেক অনেক ভাল লেখার ভিড়ে আমার গল্পটা নির্বাচিত করার জন্য। ধন্যবাদ সকল পাঠককে আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য। ধন্যবাদ জানাই সকল মন্তব্য দান কারীকে সুন্দর মন্তব্যের জন্য।অভিনন্দন জানাই সকল বিজয়ীকে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে।
এখানে হবে ,,, সত্যি করে বলছি বৃত্তের বাইরে যদি লিখার জন্য তাগাদা না দিতেন তাহলে হয়ত কখনো এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা হতনা।
সরি টাইপিং মিসটেকের জন্য।
মন্তব্য করতে লগইন করুন