# হাতে খড়ি - ১
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ আগস্ট, ২০১৫, ০১:৪৭:৪৪ দুপুর
চক দিয়ে লিখে লিখে
করে ফেল সাবার
ব এর সাথে আকার দিয়ে
লিখ দেখি আবার।
এইতো হয়ে গেছে
কত সুন্দর বাবা
এখন আর বলবেনা
কেউ তোকে হাবা।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝাল বেশী ঝাল কম
লবন বেশী লবন কম
এসব কেন হয়
দেখী একটু কন!!
মন্তব্য করতে লগইন করুন