- নষ্ট সময় এর উচ্ছিষ্ট প্রাণ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৫, ০৩:৪৮:৩৪ দুপুর

তোমাকে মিলছে ডাস্টবিনের ময়লায়

তোমাকে মিলছে রাস্তায় পোটলায়

তোমাকে মিলছে খালের জলে ভাসা

তোমাকে মিলছে নালায় নর্দমায়।

কেউ দিচ্ছেনা পূর্ণতা তোমাকে

অসময়ে বের করে নিচ্ছে টেনে হিছড়ে

যন্ত্রণা সয়ে গেছ তুমি নির্বাক হতবাকে

জননী তোমার বনে গেছে হিংস্র নেকড়ে।


কেউ নিতে চাইছেনা দায় তোমার

অধীকার নাই কোন পৃথিবী দেখার

এই পৃথিবীটা নয়তো জন্য সবার

মানুষ কাকে বলে আছে তা শেখার।

তুমি হয়তো মানুষ নও শুধুই মাংস পিন্ড

তুমি হয়তো মানুষ নও শুধুই পরগাছা

মানুষ গুলো নিশ্চয় নয় এমন পাষন্ড

কেন মিছে জঠরে আসো বাছা।


বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336430
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৬
নারী লিখেছেন : Applause Applause Applause
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৯
278290
বাকপ্রবাস লিখেছেন : বাওরে আপনি তালি মারেন, এদিকে আগন্তক এর কি অবস্থা একটু বুঝেন ঠেলা
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
278319
নারী লিখেছেন : ওরাও তালি মারে
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
278320
নারী লিখেছেন : ওরাও তালি মারে
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
278331
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Tongue Tongue
336450
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫১
নাবিক লিখেছেন : পিলাচ++++
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
278329
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল আর কি
336456
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
278330
বাকপ্রবাস লিখেছেন : সেরকম করে ধন্যবাদ নেবেন কিন্তু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File