- নষ্ট সময় এর উচ্ছিষ্ট প্রাণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৫, ০৩:৪৮:৩৪ দুপুর
তোমাকে মিলছে ডাস্টবিনের ময়লায়
তোমাকে মিলছে রাস্তায় পোটলায়
তোমাকে মিলছে খালের জলে ভাসা
তোমাকে মিলছে নালায় নর্দমায়।
কেউ দিচ্ছেনা পূর্ণতা তোমাকে
অসময়ে বের করে নিচ্ছে টেনে হিছড়ে
যন্ত্রণা সয়ে গেছ তুমি নির্বাক হতবাকে
জননী তোমার বনে গেছে হিংস্র নেকড়ে।
কেউ নিতে চাইছেনা দায় তোমার
অধীকার নাই কোন পৃথিবী দেখার
এই পৃথিবীটা নয়তো জন্য সবার
মানুষ কাকে বলে আছে তা শেখার।
তুমি হয়তো মানুষ নও শুধুই মাংস পিন্ড
তুমি হয়তো মানুষ নও শুধুই পরগাছা
মানুষ গুলো নিশ্চয় নয় এমন পাষন্ড
কেন মিছে জঠরে আসো বাছা।
বিষয়: বিবিধ
৯৩৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন