জাতি এখন যেই ক্ষতির স্বীকার হয়েছে তা আগামী ৫০ বছরেও পুরন হবে কি ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ আগস্ট, ২০১৫, ০৩:৩৫:৩৬ দুপুর
যুদ্ধ বিদ্ধস্ত যেই কোন দেশ গঠনে অনেক সময় দরকার হয় ।
সেখানে অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্টান, রাস্তা ঘাট থেকে শুরু করে এয়ারপোর্ট সহ সকল কিছুকে পুন সচল করতে স্বাভাবিকের চেয়ে সময় বেশী লাগে।
বাংলাদেশ নামক আমাদের প্রিয় জন্মভুমি সেই সকল প্রতিকুলতাকে অতিক্রম করে উন্নতির দ্বারপ্রান্তে মাত্র উপনিত হয়েছিলাম ঠিক সেই সময় আমাদের কুকর্মের ফসল হিসেবে আল্লাহ রব্বুল আলামিন এক জালিম শাহীর সন্মুখীন করলেন।
আমাদের তওবা কবুল না হওয়া অবধি হয়তো এই জালিম শাহীর পতন হবে না এবং ১৭কোটি বাংলাদেশী রক্ষিত পরাধীনতার বন্ধিশালাতে থাকতে হবে।
কেন ৭১এর জন্ম হয়েছিল ! কেন এত ভাইরা প্রান দিল !! বোনরা ইজ্জত দিল !!! রক্ষিত পরাধীনতার জন্য ?
ধীক ধীক !!!!!
আমরা গত ৪৩ বছরে যাহা অর্জন করেছিলাম , যেই স্থানে পৌছেছিলাম তাহা আজ ধুলিষ্মাত হয়ে গেছে।
দেশের শ্রেষ্ট সন্তানরা আজ জেলে ধুকে ধুকে দিনাতিপাত করতেছে ,প্রান দিতেছে ।
অন্যদিকে দাগি সন্ত্রাসীরা, খুনের আসামিরা জেলের বাইরে মা বোনদের ইজ্জাত লুটছে , সন্মানী লোকদেরকে অপমানি করছে, ব্যাবসায়িকদের সম্পদ লুন্ঠন করছে এবং সংখ্যালঘুদের সম্পদকে কুক্ষিগত করছে।
এই সব কিছুকে সামনে এনে হিসাব কষলে মনে হয় আগামী ৫০ বছরেও বর্তমানের ক্ষতি পোষানো যাবে না যদি আরো কয়েক বছর এই জালিমশাহী ক্ষমতায় থাকে তবে সেটার হিসেব অনেক কঠিন হবে।
আল্লাহ আমাদেরকে সেই সকল জালিমশাহীর অত্যাচার থেকে হেফাযত করুন ।
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আপনারা কেন ঝামেলায় পড়বেন
হাছা মাত কি উস্কানী হলো
তারপরেও
আপনাকে ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন