- বাবারে বাবা (২)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৫, ১১:৫০:০০ সকাল



বাবা তোমার শোকে এতই কাতর পোলাপান

মোড়ে মোড়ে চান্দা তুলে গান্জার সাথে বাবার গান।

কি যে ভীষণ ব্যস্ত তারা শোকের মাস জুড়ে

তুমিই ধ্যান তুমিই জ্ঞান গাইতে থাকে সুরে।

ছাত্রলীগ বানাইলা বাবা আজব বাংলাদেশে

বাবার নামে চান্দার টাকায় গান্জা টানে শেষে।।


শোক দিবসের দোয়া মাহফিলে চলে নাচ গান

যদি ভাবো মিথ্যা বলছি টেনে দিও কান।

নবীর সাথে তুল্য করে পারলে উঠায় আরো

বাকী রইল দ্বীনইবাবা আকবর যেমনতরো।

আওয়ামিলীগ বানাইলা বাবা আজব বাংলাদেশে

বাবার নামে খাচ্ছে লুটে খাচ্ছে চুষে চুষে।


বাবা তোমার কন্যারা আগের মতো নাই

ইডেন কলেজ গিয়ে দেখ রাতের পূর্ণিমায়।

সেইসব কথা নাইবা শুনলে শোকের কথা বলি

ধানমন্ডির বেদিতে ফুলটা ছুড়ে করল চুলাচুলি।

ছাত্রীলিগ বানাইলা বাবা আজব বাংলাদেশে

এমন কোমল স্বভাব চরিত্র কেবল হাসি আসে।

বিষয়: বিবিধ

৪৭৯৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336379
১৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৯
জ্ঞানের কথা লিখেছেন : আজকে একটি ব্যনারে লেখা দেখলাম "হে পিতা!"

-মনেহলো এই লোকের কয়টি পিতা! পরে চিন্তা করলাম এই জামানায় এটি কোন ব্যপারিই নয়।
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
278246
বাকপ্রবাস লিখেছেন : হেতাগো বাবার অভাব নায় মাজার আর বাবা যত বেশী তত ইনকাম
336381
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : ছাত্রলীগের নারী উইং খুব স্ট্রং । জোট সরকারের আমলে এরা মাঠে বেশ দাপটের সাথে লড়ে গেছে ।
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
278247
বাকপ্রবাস লিখেছেন : হুম, নারী নামে গতরে পশুর শক্তি
336384
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৯
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Rose Rose Thumbs Up Thumbs Up
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
278248
বাকপ্রবাস লিখেছেন : খুব কইরা ধন্যবাদ লইবেন
336389
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৮
নাবিক লিখেছেন : Big Grin
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
278249
বাকপ্রবাস লিখেছেন : Surprised Tongue ধন্যবাদ রইল কুপ করে
336406
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১০
নারী লিখেছেন : আপনার কফিতার তুলনাই হয় না Rose
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৩
278259
বাকপ্রবাস লিখেছেন : হা হা ফান করে লিখি যদিও এগুলো কবিতা হয়ে উঠেনা
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৩
278283
নারী লিখেছেন : ফানি কফিতা Tongue
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৭
278284
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
336418
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৮
278281
বাকপ্রবাস লিখেছেন : গ্যান্জাম যেহেতু আছে আপনার ভাল লাগারই কথা
336423
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৮
278282
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন
336465
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : উপর থেকে দেখে বাবা দিচ্ছে হাতে তালি,
শোক কাতুরে নাচ আসরে দেখে চুলোচুলি৷
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
278328
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
336489
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনারা বুঝেন না!!
এইটা ডিজিটাল শোক(সুখ)!!
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:২১
278352
বাকপ্রবাস লিখেছেন : এখন বুঝলামTongue Tongue
১০
336605
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৪
ইবনে হাসেম লিখেছেন : অসাম, অসাম। ভালোই বিনোদন দিচ্ছেন। ওরা বিনোদন করছে একভাবে আর আমরা বাকপ্রবাস ভাইয়ের মজার কবিতার দ্বারা বিনোদিত হচ্ছি। থ্যাংকস্
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
278419
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor থ্যাংকু ভাইযান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File