বাকশালের কর্মী এখন তাহলে পুলিশ মহা পরিদর্শক ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ আগস্ট, ২০১৫, ১২:০৭:৪৬ দুপুর



জনগনের চাকর ( ইংরেজিতে সরকারী ভাষায় পাবলিক সার্ভেন্ট ) যখন দলীয় পরিচয় দেন , তখন তাকে চাকুরী থেকে বহিস্কার করে বিচারের কাঠগড়ায় তুলতে হয়।

বাকশালের কর্মী এখন তাহলে পুলিশ মহা পরিদর্শক। মুখোশের আড়ালে তাহলে আবার সেই গণ হত্যা ?

৩০/৪০ হাজার নেতা কর্মী হত্যার বাকশাল ?

আমিও বাকশালের সাপোর্টার;

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমিও বাকশালের সাপোর্টার।

http://www.amadershomoys.com/newsite/2015/08/17/375148.htm#.VdF3nvlVhHx

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336383
১৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৭
হতভাগা লিখেছেন : If you can't beat them , join them.
336397
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভয়ঙ্কর বাকশাল..!
336405
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৪
নারী লিখেছেন : বাকশাল না বলে বাঘশাল বলা উচিত
336453
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৭
নাবিক লিখেছেন : ভালু কথা
336464
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : আর এজন্যইতো তিনি খুনিগোষ্ঠির মহা পরিচালক হয়েছেন৷
336542
১৮ আগস্ট ২০১৫ রাত ০২:৪৬
কাঁচের বালি লিখেছেন : জনগনের চাকর পুলিশ, RAB, BGB, DVরা জনগনের কাছে থেকে বেতন নেয়-জনগনের টাকায় কেনা অস্র দিয়ে জনগনকে গুলি করে, দুনিয়া থেকে বিদায় করে দেয়- আবার জনগনের দোহাই দিয়ে, "ভারতীয় দালাল আওয়ামী লীগের"দালালী করতে ব্যস্ত থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File