- অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ আগস্ট, ২০১৫, ০৩:৪৫:০১ রাত
সাধে কি আর থাকি বল দূরে
ঘর থাকিতে কেউ কি আর
বিদেশ ঘুরে মরে।।
সাধ্য কি আছে আর ছুড়ে ফেলার
কপালেরই লিখন, কি করি এখন
যাব কোথায় বল, কোন গহ্বরে।।
মন যে আমার ঘুরে ফিরে
তোকেই ঘিরে চক্র ঘুরে
যাবি নাকি বাঁধন খুলে, অচেনা বন্দরে।।
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টিউলিপ নেবে তাকে ফেরানোর ব্যবস্থা
মন্তব্য করতে লগইন করুন