স্ত্রী নয়, আশামনির সাথে লিভ টুগেদার করতেন ব্লগার নিলয়!!! একটি স্টাট্যাসে ও তার নীতির প্রতিফলন.... ভিডিও সহ...

লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৫, ০১:৫৯:৩৭ রাত



স্ত্রী নয়, আশামনির সাথে লিভ টুগেদার করতেন ব্লগার নিলয় ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয়) গ্রামের বাড়ি পিরোজপুরের চলিশায় চলছে শোকের মাতম। এই মাতমের মধ্যেই সাংবাদিকদের সাথে তার মা-বাবা দাবি করলেন নিলয় বিয়ে করেনি।

?

?

?

আর তার বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা দাবি করেন,‘ নিলয় বিয়ে করেছে এই খবর আমরা জানিনা’।

ভিডিও ( ১) দেখুন এবং বুঝতে চেষ্টা করুন কেন নিলয় খুন হলেন!!এদিকে আশামণি নিজেকে নিলয়ের স্ত্রী দাবি করলেও গোয়েন্দাদের তদন্তে বেরিয়ে আসছে থলের বিড়াল, গোয়েন্দাদের তথ্য মতে তারা আসলে স্বামী-স্ত্রী নয়। তারা বন্ধু, একসঙ্গে থাকতেন।

নিলয়ের খালা সাথী চট্টোপাধ্যায় একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় ও আত্মীয়-স্বজনরা দাবি করেছেন, ঢাকায় নিলয়ের সঙ্গে যে মেয়েটি (আশামণি) নিলয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে সে তার স্ত্রী নয়। ওই মেয়েটিকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে তার মুখ থেকেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

ভিডিও (২) এটা দেখলে হয়তো আরো চিন্তা ভাবনার রাস্তা উমুক্ত হবে...... নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, বন্ধু মিঠু, স্ত্রী আশামণি ও তার বোন তন্নীকে তারা কয়েকটি প্রশ্ন করতে চান। এই প্রশ্নোত্তর থেকেও নিলয় হত্যার রহস্য উদঘাটন হতে পারে।

বিষয়: বিবিধ

১৬০১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334830
১০ আগস্ট ২০১৫ রাত ০২:০৪
334831
১০ আগস্ট ২০১৫ রাত ০২:২০
মাটিরলাঠি লিখেছেন : এখানে সব পাবেন:
রহস্য খুলতে শুরু হয়েছে ব্লগার নীলয় নীল হত্যার, লিভ টুগেদার করার কারনেই খুন দাবি নয়ন চ্যাটার্জির

ন্যাংটো সাজুর সঙ্গে আশামনির মদ্যপানঃ

নয়ন চ্যাটার্জি
১০ আগস্ট ২০১৫ রাত ০২:৪৮
276864
কথার_খই লিখেছেন : ধন্যবাদ, বিষয়টি শেয়ার করার জন্য।
334832
১০ আগস্ট ২০১৫ রাত ০২:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুকুর দের এরকম পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন ছিল ধন্যবাদ
১০ আগস্ট ২০১৫ রাত ০২:৪৯
276866
কথার_খই লিখেছেন : শুধু শুধু মৌলবাদী শ্লোগান তুলে ধিক্কার আর গালি!!! বাস্তবতা কেউ খুজতে চাইনা খুজে নাহ্।
334842
১০ আগস্ট ২০১৫ সকাল ০৫:২২
নাবিক লিখেছেন : কুত্তায় কুত্তায় কামড়া-কামড়ি কইরা মরবে, আর দোষ হবে দাড়ি-টুপিওয়ালাদের হুহ...
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৬
276903
কথার_খই লিখেছেন : ব্যবসায় ঠান্ডা চললে এমন হয়, ব্যবসা সব সময় গরম হওয়া চাই!!!
334847
১০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৩
জ্ঞানের কথা লিখেছেন : হায়!
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৬
276904
কথার_খই লিখেছেন : Crying Crying
334848
১০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৫
কাহাফ লিখেছেন :
পশুত্বের সর্বনিম্ন পর্যায়ে এরা!
এদের থেকে এর চেয়ে কি-বা আশা করা যায়!
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৭
276905
কথার_খই লিখেছেন : আশা যেটা করা যায়না সেটাই তারা করে.!!!
334863
১০ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিবা আশা করা যায় এদের কাছ থেকে!!
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৮
276906
কথার_খই লিখেছেন : আবর্জনা আবর্জনা এটুকুই আশা করা যায়।
334871
১০ আগস্ট ২০১৫ সকাল ০৯:২৩
হতভাগা লিখেছেন : এদের জন্য এটাই তো স্বাভাবিক । এদের শিরোমনি হুমায়ুন আজাদ তো নিজের মেয়ের দিকে নজর দিতে চাইছিলেন ।
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৮
276907
কথার_খই লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ।
335493
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
এ এম ডি লিখেছেন : এদের জন্য এই দুনিয়া ধংশের দিকে । ধন্যবাদ শেয়ারের জন্য ।
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:০৮
277626
কথার_খই লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
১০
336125
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আশামনি যে তার সোনার খনি! ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৪
278073
কথার_খই লিখেছেন : Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File