- তাড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ আগস্ট, ২০১৫, ০৬:৪৯:৪২ সন্ধ্যা
আমি আছি বসে তোমার আছে তাড়া
মন বলছে থাকো দেবেনা জানি সাড়া।
তুমি যাবে চলে সে'তো জানা কথা
তোমার আছে রিক্সা আর আমার বাস ভাড়া।।
আমার পকেট খালি মিশলো গুড়ে বালি
চুলোয় গরম পানি, তাতে চা পাতা ঢালি
বললে তুমি আসি আছে যাবার তাড়া
মুখে মুখে গেল রটে, অলি গলি পাড়া।।
বদ্ধ ঘরে জানলা খোলা তাকিয়ে থাকে সে
আমি বিভোর স্বপ্নে ভাসি ভুলেই গেছি যে
বাড়িওয়ালা ঘুরে যায় বাকি বাড়ি ভাড়া
তোমার আছে তাড়া আর আমি ছন্নছাড়া।।
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন