মেয়ে প্ৰাপ্ত বয়স্ক হলে এক নীতি, ছেলে প্ৰাপ্ত বয়স্ক হলে আরেক নীতি কেনো?
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৮ আগস্ট, ২০১৫, ০৬:৩৮:৫৪ সন্ধ্যা
দৃশ্যঃ১- সিএনজিতে
প্ৰ্যাগনেন্ট মহিলার
বাচ্চা হলো, আলসেমী
করে, সিএনজি
ড্ৰাইভার রক্ত
পরিস্কার
করেনি,স্কুল ছুটির
পর মিতু সেই
সিএনজিতে বসে
বাসায় ফিরেছে!!!
-
দৃশ্যঃ২- মিতুর
পায়জামায় রক্ত এটা
মিতু খেয়াল না করলেও
মিতুর মা, ঠিকই
খেয়াল করেছে, মিতুর
মা মনে করেছে,
পিরিয়ডের ব্লাড, মা,
মিতুর বাবাকে ঘটনা
বলার পর, মিতুর
বিয়ের ব্যাবস্থা
চলছে!!!
-
দুশ্যঃ৩-অধিক.
শর্করা জাতীয়
খাদ্যের প্ৰভাবে,
মিতুর বড় ভাই
সোহানের প্ৰায়ই
প্ৰাকৃতিকভাবে নাইট
প্ৰেসার হয়, সকালে
গোসল করাটা বাবা
কিছুদিন লক্ষ্য
করেছে!! সোহানের
মাকে প্ৰায়ই বলে
তোমার ছেলে খারাপ
হয়ে গেছে!!!
.
দৃশ্যঃ৪- সোহানের ছোট
বোন মিতুর এখন দু
বাচ্চা, কিন্তু সোহান
প্ৰাপ্ত বয়স্ক সত্বেও
বিয়ে করায় না!!!
.
"এই দৃশ্যগুলোই
আমাদের বৰ্তমান
সমাজে কীয়দংশ,
অনেক মা বাবার
মেয়েদের বিষয়ে এত্ত
সিরিয়াস বলে
বুঝানোর মতো নয়,
কিন্তু ছেলের বেলায়,
এই পোলা বিয়া কইরা
বৌরে খাওয়াইবো কি??
এই বাক্য !!
.
আচ্ছা মিতু কি
এত্তদিন বাড়িতে ঘাস
খেয়েছে???
-
মেয়ে প্ৰাপ্ত বয়স্ক
হলে এক নীতি, ছেলে
প্ৰাপ্ত বয়স্ক হলে
আরেক নীতি কেনো?
.
সমাজে ভ্যাবিচারের
জন্য কিছুটা দায়ভার
কি মা বাবা এড়াতে
পারবে???
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলে ফেল করলে তাকে রিকশা ধরিয়ে দেয় ।
০ কারণ , বিয়ের পর ছেলের উপর দায়িত্ব বর্তায় তার বৌয়ের ভরণপোষন করার - যার জন্য আর্থিক ভিত্তি মজবুত থাকা চাই । এটা ছেলে চাকরি পাবার দেড় বছরের আগে খুব একটা সম্ভব না ।
মেয়েদের আর্থিক কোন দায়দায়িত্ব নেই । তাই তার হাত পা বড় হয়ে গেলেই বাবা মা বিয়ে দেবার জন্য অস্থির হয়ে উঠে, তা তার বয়স ৯/১০ বছর যাই হোক না কেন ।
মন্তব্য করতে লগইন করুন