- দূরে থেকো একটা দিন বন্ধু আমার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৫, ১২:৫৩:১৫ দুপুর



সারা বছর তোকে চাই

একটা দিন বাদে

যে দিবসে বন্ধুর নামে

ছিছ কাঁদুনি কাঁদে।

যে দিবসে নারী পুরুষ

উচ্ছন্যে যায় মিশে

বন্ধু দিবস নামটা করে

যৌনতা খায় পিশে।


সেদিনও তুই বন্ধু আমার

উইশ করিনা তায়

ভন্ডামিটা অপ্রিয় ভীষণ

তুইতো জানিস ভাই।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333151
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো .. ধন্যবাদ.
333169
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৪
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ভন্ডামিটা অপ্রিয় ভীষণ তুইতো জানিস ভাই। সহমত।
333186
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
333191
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
হতভাগা লিখেছেন :




একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে একসাথে

সে হল ...

বন্ধু ..... বন্ধু আমার , বন্ধু আমার

কে গরীব , কে আমীর সে মানে না

জাতের বিচার করা সে জানে না

সে হল ... বন্ধু .....

বন্ধু আমার , বন্ধু আমার
333198
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একদিনের বন্ধু সারা জিবনের শত্রু!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File