এভাবে দেখিয়ে দিন ইসলামী স্টাইল

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ০২ আগস্ট, ২০১৫, ১২:৩৮:০৫ দুপুর

KFC বা কোন চায়নিজ রেষ্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন...

খাবার শেষে প্লেটটা মুছে খাচ্ছেন...

কিছু লোক আড় চোখে দেখছে...

যেন তাদের স্মার্টানুভূতিতে আঘাত লাগছে...

আপনারও কেমন কেমন লাগছে...।

ঝেড়ে ফেলুন এই চিন্তা...!

প্লেট টাকে এক মিনিটের জায়গায় দুই মিনিট মুছে খান।

দেখিয়ে দিন...

এটাই নিয়ম....!


বন্ধুরা মিলে গেছেন কোন এক দর্শনীয় স্থানে...

পরিস্থিতি সম্পূর্ন প্রতিকূলে...

অবৈধ আড্ডা আর ফূর্তি চলছে...

কেউ গান বাজাচ্ছে...

নামাজের সময় হলো,

ভাবছেন এখানে নামাজ পড়লে লোকে কী বলবে....।

বাদ দেন এই চিন্তা, আজান দিয়ে সাথীদের নিয়ে নামাজে দাঁড়ান....

দেখবেন মানুষ ও জ্বীন শয়তান খামুশ হয়ে গেছে..

ভদ্রলোকেরা নামাজে দাঁড়িয়েছে...।

বুঝিয়ে দিন যারা আল্লাহর আদেশ পালন করে, তারাই এই

পৃথিবীর লোকাল বাসিন্দা।

পরিবেশ তৈরী করতে

হয় এভাবেই......


কোন পার্ক দিয়ে হাঁটছেন...

মাথায় টুপি আর মূখে দাঁড়ি দেখে কেউ কেউ বাঁকা

চোখে তাকাচ্ছে...।

আপনি আন-ইজি ফিল করছেন...

দাঁড়ান..!!!

মাথার টুপিটা একটু ভালো করে বসান...।

পকেট থেকে চিরুনি বাহির করে দাঁড়িটাকে একটু

সামনের দিকে বাহির করে দিন...

এবার হাঁটুন...!

দেখিয়ে দিন... এটাই ষ্টাইল...

সর্বকালের সর্বশ্রেষ্ট মানুষের ষ্টাইল.....।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333147
০২ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কথাঠিক এমনই করা উচিত তবে একটু শরম শরম লাগবে প্রথম প্রথম তবে ভাই আমি চেষ্টা করবো প্লেটা নিয়ে নিচে বসে দস্তর খানের আয়েসে খেতে তাতে যে যাই বলুক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ
333152
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো.অনেক ধন্যবাদ ....
333162
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
চমৎকার আইডিয়া, এমনটি করা উচিৎ
জাযাকাল্লাহ খাইর
333164
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৮
নাবিক লিখেছেন : হুম, 'পাছে লোকে কিছু বলে' এই ভয়ে আমরা অনেক ভালো কাজ করতেও দ্বিধাবোধ করি।
333168
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
প্রক্সিমা লিখেছেন : অনেক ভালো লাগলো লিখাটি আরো একটু বড় হলে .......
333170
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমিও তাই করি । সুন্নত যখন ফেলতে পারব না তাই ফ্যাশনটা ফেলে ।
333193
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
হতভাগা লিখেছেন : এখনকার জমানায় এটা করলে পুলিশের ধাওয়া খেতে হবে । সাথে হয়রানী ফ্রি , পুরো ফ্যামিলি সহ ।
333199
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই। প্লেট মুছে খাই বলে আমার দিকে বিভিন্ন অনুষ্ঠানে সবাই বাঁকা চোখে তাকায়। কিন্ত অনেকে দেখি আমার কান্ড দেখে একই কাজ করতে সাহস ও পায়।
333202
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১১
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : জ্বি ভাই স্বাগতম। @ মান্নান
১০
333204
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১২
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : স্বাগতম @ মাছুম ভাই।
১১
333210
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ...... আপনাকেও ধন্যবাদ। @ আবু জান্নাত।
১২
333211
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : জ্বি ভাই, ঠিক বলেছেন @ নাবিক।
১৩
333212
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২০
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ...... চালিয়ে যান ভাই @ সিকদার
১৪
333217
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : আপনি ঠিক বলেছেন তাই বলে তো আমরা ইসলামকে পেলে দিতে পারিনা। @ হতভাগা।
১৫
333218
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : চালিয়ে যান @ সবুজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File