এভাবে দেখিয়ে দিন ইসলামী স্টাইল
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ০২ আগস্ট, ২০১৫, ১২:৩৮:০৫ দুপুর
KFC বা কোন চায়নিজ রেষ্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন...
খাবার শেষে প্লেটটা মুছে খাচ্ছেন...
কিছু লোক আড় চোখে দেখছে...
যেন তাদের স্মার্টানুভূতিতে আঘাত লাগছে...
আপনারও কেমন কেমন লাগছে...।
ঝেড়ে ফেলুন এই চিন্তা...!
প্লেট টাকে এক মিনিটের জায়গায় দুই মিনিট মুছে খান।
দেখিয়ে দিন...
এটাই নিয়ম....!
বন্ধুরা মিলে গেছেন কোন এক দর্শনীয় স্থানে...
পরিস্থিতি সম্পূর্ন প্রতিকূলে...
অবৈধ আড্ডা আর ফূর্তি চলছে...
কেউ গান বাজাচ্ছে...
নামাজের সময় হলো,
ভাবছেন এখানে নামাজ পড়লে লোকে কী বলবে....।
বাদ দেন এই চিন্তা, আজান দিয়ে সাথীদের নিয়ে নামাজে দাঁড়ান....
দেখবেন মানুষ ও জ্বীন শয়তান খামুশ হয়ে গেছে..
ভদ্রলোকেরা নামাজে দাঁড়িয়েছে...।
বুঝিয়ে দিন যারা আল্লাহর আদেশ পালন করে, তারাই এই
পৃথিবীর লোকাল বাসিন্দা।
পরিবেশ তৈরী করতে
হয় এভাবেই......
কোন পার্ক দিয়ে হাঁটছেন...
মাথায় টুপি আর মূখে দাঁড়ি দেখে কেউ কেউ বাঁকা
চোখে তাকাচ্ছে...।
আপনি আন-ইজি ফিল করছেন...
দাঁড়ান..!!!
মাথার টুপিটা একটু ভালো করে বসান...।
পকেট থেকে চিরুনি বাহির করে দাঁড়িটাকে একটু
সামনের দিকে বাহির করে দিন...
এবার হাঁটুন...!
দেখিয়ে দিন... এটাই ষ্টাইল...
সর্বকালের সর্বশ্রেষ্ট মানুষের ষ্টাইল.....।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার আইডিয়া, এমনটি করা উচিৎ
জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন