আল্লাহ তাঁর বান্দার তওবায় কতটা খুশী হন তার একটি নমুনা ....।।
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ০১ এপ্রিল, ২০১৫, ০৯:৪৮:৪৫ সকাল
এক ব্যক্তি মরুভূমিতে ভ্রমন করছিলো। সে
একটি স্থানে অবস্থান গ্রহন করলো। তার
সাথে ছিলো তার বাহন। বাহনে ছিলো তার
খাবার ও পানীয়। সে একটি গাছের ছায়ায়
আশ্রয় নিলো। সেখানে মাথা রেখে সে ঘুমিয়ে
পড়লো। ঘুম থেকে জেগে দেখলো, তার বাহনটি নেই। সে ওটি খুজতে লাগল। একটি টিলায়
উঠে দেখল নেই। আরেকটি টিলায় উঠল্
সেখানেও দেখতে পেল না। এমনকি যখন
প্রচন্ড গরম ও পিপাসা দেখা দিল তখন ভাবল
যেখানে ছিলাম সেখানে যাই। ঘুমে ঘুমে মরে
যাব। তার বাহন সম্পর্কে নিরাশ হয়ে সে একটি গাছের ছায়ার কাছে এসে চিৎ হয়ে
শুয়ে পড়লো। এমতবস্থায় সে মাথা উঠিয়ে
দেখে বাহনটি তার পাশেই দাড়িয়ে। ওটি
তার রশি টানছে। তাতে আছে তার পাথেয়,
খাবার ও পানীয়। সে ওটির রশি চেপে
ধরলো। এ ব্যক্তি তার বাহন ও পাথেয় ফিরে পেয়ে যতটা খুশী, আল্লাহ তাঁর মুমিন বান্দার
তওবায় তার চেয়েও বেশী খুশী।
[সহীহুল জামে ৪/৩৫৮]
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন