ভিডিও তে নিজের নাম দিন কোন অ্যাপ ছাড়াই (শুধু MX Player এর জন্য)

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ সিবগাতুল্লাহ ০৩ আগস্ট, ২০১৫, ০৮:১৭:২৫ রাত

আসসালামু আলাইকুম।

যারা MX Player ব্যবহার করেন তারা ইচ্ছে করলে

ভিডিও তে আপনার নাম যোগ করতে পারেন। যাদের

জানা নেই শুধু তাদের জন্য এই ট্রিকস টি।

==========

*কাজের ধাপ*

==========

☞ প্রথম ES File Explorer Open করে, যে ভিডিওতে আপনার নাম দিতে চান, সেই ভিডিওর নামে একটি txt ফাইল তৈরি করুন।

উদাহরনস্বরুপঃ Parbo Na.txt

☞ তারপর txt ফাইলটি Open করে Edit এ ক্লিক করুন।

এবং 00:00:000,এখানে আপনার আপনার নাম

লিখে Save করুন।

উদাহরনস্বরুপঃ 00:00:000,মোহাম্মদ সিবগাতুল্লাহ

☞ এরপর ফাইল txt ফাইলটিকে Rename করে srt করুন।

উদাহরনস্বরুপঃ Parbo Na.srt

☞ তারপর srt ফাইলটি, যে ভিডিওতে আপনার নাম দেখতে চান, সেই ভিডিওটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে Move করুন।

☞ এবার MX Player চালু করে, আপনি যে ভিডিওটির জন্য ফাইল তৈরি করেছন, সেটা প্লে করুন। দেখবেন আপনার নাম দেখা যাচ্ছে।

☞ বুঝতে সমস্যা হলে, কমেন্টে বলুন।

☞ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333457
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : থ্যাংকু ভাই
333458
০৩ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : ওয়েলকাম ভাই।
333473
০৩ আগস্ট ২০১৫ রাত ১০:৩০
আবাবীল লিখেছেন :
অনেক ধন্যবাদ
333480
০৩ আগস্ট ২০১৫ রাত ১১:০৮
নাবিক লিখেছেন : thanks a lot
333571
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৬
আবু জান্নাত লিখেছেন : MX Player কি মোবাইলের জন্য নাকি কম্পিউটারের জন্য?
যদি কম্পিউটারের জন্য হয়, তবে ডাউনলোড় লিংক দিলে ভালো হতো। বিস্তারীত জানাবেন
337303
২১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : স্বাগতম @ আবাবীল।
337304
২১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৬
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : Most Welcome @ নাবিক।
337305
২১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৬
মোহাম্মাদ সিবগাতুল্লাহ লিখেছেন : মোবাইলের জন্য @ আবু জান্নাত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File