ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের...? কত কাহিনী লুকিয়ে আছে রে... ! জানেন কি তা?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৩ আগস্ট, ২০১৫, ০৭:৪৪:৫৪ সন্ধ্যা
>হু এরকম একটা ডায়লগ প্রচলিত আছে! রোগের কারনে ডাক্তারের কাছে কোন লুকা-ছাপা করা যাবে না এটা সেই অর্থে ব্যবহৃত কিন্তু তাই বলে এই লজ্জা পাওয়া যাবে না মানেই নিজের ইজ্জত খুয়ানো নয়! ঘটনা- সৈয়দপুরের ! সৈয়দপুর হাসপাতালের আর এম ও দ্বারা এক রোগী শ্লীলতাহানির শিকার হয়েছেন, ডাক্তার তাকে বিবস্ত্র করে পরীক্ষার নামে শ্লীলতাহানি করেছেন (খবর- ইত্তেফাক- ২ আগস্ট, ৭ পৃষ্ঠা ) !
> এখন আসি আসল প্রসঙ্গে- এরকম বহু ঘটনাই ঘটে নারী/ পুরুষ ডাক্তার ও নার্স/ ওটি বয় দের দ্বারা ! বেশির ভাগ মানুষ-ই সহ্য করে যায় উপায় নেই দেখে! অনেক মেয়েই যখন বাচ্চা হতে হাসপাতালে যায় আর যদি বাচ্চা নরমালে হয় সে সময় অনেক ডাক্তার এমন কি নার্স রা পেটিকোট তুলেই হাসা-হাসি করে, কারো গোপনাঙ্গ যদি পরিস্কার না থাকে সেক্ষেত্রে যাচ্ছে-তাই ভাবে গালাগালি করে, এবং হাসে! ( বেশ কয়েকজন পরিচিত মানুষের কাছ থেকে জানা) ! আল্ট্রা- সনো করতে গিয়ে অনেক মেয়েকেই নীচের অংশ ঢেকে দেয় না, মানে সালোয়ার / শাড়ি পরিহিত হলেও সেখানে ঢেকে দেয়ার নিয়ম আছে তোয়ালে বা চাদরে , ( বেশ কয়েকজনের কাছ থেকে শোনা এবং নীজে ভুক্তভুগী) এছাড়াও মিসক্যারিজ/ ডিএমসি করতে গিয়ে আরো নানাবিধ কারনে মেয়েদের লজ্জিত হতে হয় পুরুষ/ মহিলা ডাক্তার/ নার্স ও ওটি বয়দের দ্বারা এমনকি একজন নারী ধর্ষিত হয়ে পরীক্ষার জন্য গেলেও যে কাহিনী ঘটে তা শুনে অবাক হতে হয় কিন্তু অই যে ডাক্তার / নার্স তাদের কাছে কিসের লজ্জা এই কারনেই ঘটনাগুলি অনেকেই চেপে যায় ... শুধু যেটা এর থেকেও বেশি বড় আকারে দেখা দেয় তা সামনে আসে! সেগুলাও এক ধরনের শ্লীলতাহানির ঘটনাই বটে!
>> কথা হল- পরীক্ষা - নিরীক্ষা হোক আর অন্য যেটাই হোক, রোগী যাতে লজ্জিত না হয় ততটা আবৃত রেখেই তো তাকে দেখা যায়? না কি একটা ছেলে/ মেয়ের শরীর দেখার সুযোগ পেয়েছেন বলেই তার সাথে যাচ্ছে-তাই করতে হবে... হু?
বিষয়: বিবিধ
১৭০৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ।
কিছু কিছু ডাক্তার এত নির্লজ্জের মত আচরন করেন যা দেখলে বা শুনলে মনে হয় থাপ্পর দিয়ে এদের মানসিকতা ঠিক জায়গায় নিয়ে আসি........।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
আপনার কথা গুলোর বাস্তবতা পাওয়া গেল !!! http://www.nayadigantajobs.com/article/3187/Rape
মন্তব্য করতে লগইন করুন