কার সাথে বন্ধুত্ব করবেন?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ আগস্ট, ২০১৫, ১১:১৬:১৩ সকাল
সুসময়ে অনেক বন্ধু জোটে
অসময়ে হায় কেউ কারো নয়।
বিপদে বন্ধুর আসল পরিচয় পাওয়া যায়।
ভাল এর সাথে হাটিলে খায় বাটার পান
খারাপ এর সাথে হাটিলে কাটা যায় দুই কান।
এমন মানুষদের সাথে বন্ধুত্ব করা উচিৎ
যারা সৎ ও সত্যবাদী,
যারা হালাল ইনকাম করে,
যারা নিয়মিত নামায পড়ে,
যারা পরোপকারী,
যারা অসৎ কর্ম থেকে দুরে থাকে,
যারা বিপদের দিনে হাত বাড়িয়ে থাকে,
যাদের সাথে চলাফেরা করলে মান-সম্মান বাড়ে।।
হ্যাপী ফেন্ডসশিপ ডে।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন