- সংসদিয় গণতন্ত্র (প্রেক্ষিত বাংলাদেশ)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৫, ০৩:২০:১০ দুপুর
তোমরা যাকে বৃষ্টি বল
আমরা বলি রোদ
তোমরা যাকে ধার বল
আমরা বলি শোধ।
তোমরা যাকে বর বল
আমরা বলি কনে
তোমরা যেটা ভুলে থাকো
আমরা রাখি মনে।
তোমরা যাকে হা বল
আমরা বলি না
তোমরা যখন আলিফ বল
আমরা বলি বা।
তোমরা যাকে আলো বল
আমরা বলি কালো
তোমরা যাকে মন্দ বল
আমরা বলি ভালো।
তোমরা যখন নষ্ট কর
আমরা পাই কষ্ট
তোমরা যখন সঠিক পথে
আমরা পথ ভ্রষ্ট।
তোমরা যখন ডানে যাও
আমরা যাই বামে
উল্টো পথে আমরা দু'জন
সকল কাজে কামে।
একটা ব্যাপার ভীষণ মিল
তোমার এবং আামার
গদি পেলে আমরা দু'জন
দেশটা করি সাবার।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার এবং আামার
গদি পেলে আমরা দু'জন
দেশটা করি সাবার।
ওয়াও ওয়াও অসাধারণ
করবে কি আবার!
রংগে তারা চার,
মুখে গেলেই লাল হয়েযায়,
দেখবে হলে বার৷
মন্তব্য করতে লগইন করুন