- সংসদিয় গণতন্ত্র (প্রেক্ষিত বাংলাদেশ)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৫, ০৩:২০:১০ দুপুর

তোমরা যাকে বৃষ্টি বল

আমরা বলি রোদ

তোমরা যাকে ধার বল

আমরা বলি শোধ।

তোমরা যাকে বর বল

আমরা বলি কনে

তোমরা যেটা ভুলে থাকো

আমরা রাখি মনে।


তোমরা যাকে হা বল

আমরা বলি না

তোমরা যখন আলিফ বল

আমরা বলি বা।

তোমরা যাকে আলো বল

আমরা বলি কালো

তোমরা যাকে মন্দ বল

আমরা বলি ভালো।


তোমরা যখন নষ্ট কর

আমরা পাই কষ্ট

তোমরা যখন সঠিক পথে

আমরা পথ ভ্রষ্ট।

তোমরা যখন ডানে যাও

আমরা যাই বামে

উল্টো পথে আমরা দু'জন

সকল কাজে কামে।


একটা ব্যাপার ভীষণ মিল

তোমার এবং আামার

গদি পেলে আমরা দু'জন

দেশটা করি সাবার।

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332663
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একটা ব্যাপার ভীষণ মিল
তোমার এবং আামার
গদি পেলে আমরা দু'জন
দেশটা করি সাবার।


ওয়াও ওয়াও অসাধারণ Thumbs Up Thumbs Up
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৯
274915
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Crying Crying Rolling on the Floor Rolling on the Floor
332703
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটা যে তাদের খাবার
করবে কি আবার!
332727
৩০ জুলাই ২০১৫ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : পান সুপারি খয়ের চূন,
রংগে তারা চার,
মুখে গেলেই লাল হয়েযায়,
দেখবে হলে বার৷
332882
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৫
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ফেরাউনের প্রেতাত্মা ভর করেছে সংসদের উপর। অতএব-----

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File