ভারতীয়রা সব কিছুই পারে!!!

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ৩০ জুলাই, ২০১৫, ০২:৫২:০৫ দুপুর

২৭ জুলাই ২০১৫ তারিখে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম মারা গেছেন। এই জন্য ভারত ৭ দিনের শোক দিবস ঘোষণা দিয়েছে। ভারতীয় পরমাণু বিজ্ঞানী আবদুল কালাম এমন এক জন ব্যাক্তি ছিলেন যে শুধু মাত্র নামের মুসলমান। এই ছাড়া তার মধ্যে মুসলিমের আর কোন প্রমান মনে হয় ছিল না।

যাক তার এই সব নিয়ে কথা বলা আমার উদ্দেশ্যে নয়। আমি বলতে চাই ইয়াকুব মেমনকে নিয়ে। আজ সকালে ইয়াকুব মেমনের ফাঁসির রায় কার্যকর করে নাগপুর সেন্ট্রাল জেলে। যাকে ১৩ মার্চ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের অভিযোগে ফাঁসি দিয়েছে ভারত সরকার। ইয়াকুব মেমন ২১ বছর পর্যন্ত জেলে ছিলেন। ইয়াকুব মেমনের শুধু দোষ একটাই সে মুসলমান এছাড়া আর কিছুই না।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা কাণ্ডে দোষী সাব্যস্ত তিন জনের ফাঁসি হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তিন জনের ফাঁসির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তিম আবেদন জানিয়েছিল কেন্দ্র। বুধবার সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত তিন জনের যাবজ্জীবন বহাল রেখেছে। (আনন্দবাজার)

ইয়াকুব মেমনের জন্য ভারতের অনেক বিশিষ্ট ব্যাক্তি বলেছে তাকে যাবজ্জীবন রায় দেওয়ার জন্য। কিন্তু ভারত সরকার তা করে নাই বিশেষ করে বিজেপি করতে দেয় নাই। কারন ইয়াকুব মেমন মুসলমান তাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইয়াকুব মেমনের ফাঁসি হওয়াতে ৭ দিনের শোক ভুলে মুম্বাই শহরে চলে এখন আনন্দ উৎসব।

ভারতের হিন্দদের জন্য সব সুযোগ সুবিধা দেওয়া যাবে কিন্তু মুসলমানদের জন্য তার কিছুই নাই। ঠিক আমাদের দেশেও একই রকম হিন্দুদের জন্য সাত খুন মাফ কিন্তু মুসলমানদের সময় কোন প্রকার মাফ নাই।

বিষয়: রাজনীতি

১০৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332674
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৮
হতভাগা লিখেছেন :
East or west
India is the best


লন্ডন দেখ্খা , প্যারিস দেখ্খা
দেখ্খা হ্যায় সারি দুনিয়া ...
ইয়ে মেরি ইন্ডিয়া
I love my India

৩১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৩
275083
মাজহারুল ইসলাম লিখেছেন : আমি আবার উল্টা আই ল্যাভ পাকিস্তান।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৮
279417
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়াজিরিস্তানে নিরীহ মুসলিমদের তো ইন্ডিয়া গিয়ে হত্যা করে আসে তাইনা ভাইজান? পাকিস্তানের অভ্যন্তরে আমরিকাকে ৩০০০ এর বেশি নিরীহ মানুষকে ড্রোন হামলায় হত্যার পারমিশানতো ইন্ডিয়া দিয়েছে তাইনা?? পাকিস্তানে হাজার হাজার আলেমকে হত্যা তো ইন্ডিয়াই বর্ডার পার করে সমাধান করে এসেছিল, তাইনা? জাতিয়তাবাদীদের ভূখন্ড আলাদা হতে পারে, ধর্মীয় পরিচয় হয়ত আলাদা হতে পারে, কিন্তু তাদের নীতির মাঝে কোন পার্থক্য নেই। পশ্চিমাদের দালালী তো মাস্ট তাতে নিজের দেশের সব মানুষ মেরে ফেলতে হলেও কোন সমস্যা নেই।
332694
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মুসলমান বলেই ফাঁসি দেয়া হচ্ছে। রাইট। অথচ রাজীব গান্ধীর হত্যাকারীকেও ফাঁসি দেয় নাই..
332710
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মুসলমান বলেই ফাঁসি দেয়া হচ্ছে। রাইট। অথচ রাজীব গান্ধীর হত্যাকারীকেও ফাঁসি দেয় নাই..
332883
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩০
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : Don't forget India is a communal country. And they do everything to destroy the Muslims. Many people who are called as Muslims are working against the Muslim community as they have only name. we should be aware of them. We can't call them as our brothers. They are paid agent of the Indian govt.
332994
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৮
ওসমান গনি লিখেছেন : মুসলমানেরাতো বিচ্ছিন্ন,বিভক্ত,পরস্পর হানাহানিতে লিপ্ত। ইসলাম যদি আল্লাহ পৃদত্ত দ্বীন না হতো এ মুসলমানেরাই একে বহু আগে ধ্বংস করে ফেলতা। তাই শুধু ধ্বংস যজ্ঞের কথাই শুনবেন।সত্যিকার মুসলমানদের উপর দুনিয়াব্যাপী নির্যা তন নিপিড়নের যে মহাযজ্ঞ চলছে তারই ধারাবাহিকতায় এসব হত্যাকাণ্ড। আপনি, আমি কিছুই করতে পরেবো না। কেন না এতে প্রধান সহযোগি হলো আপনার মুনাফিক ভাইরা। দোয়া করুন,নির্যাতিতদের জন্য আল্লাহর সাহায্য কামনা করুন ও আপনার চেষ্টা অব্যাহত রাখুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File