ভ্যান গাড়ীর চালক - স্মৃতির পাতায় খোঁচা খাওয়া

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ৩০ জুলাই, ২০১৫, ০২:৪৭:২৮ দুপুর



- কি নাম আপনার? বাড়ী কোথায়?

- খলিলুর রহমান, বাড়ী কোট বাড়িয়ায়।

- তুমি কি আমার ক্লাস মেট খলিল? হাই স্কুলে এক সাথে পড়তাম?

- আপনি যে খলিলকে চিনেন, সে খলিল মরে গেছে! আমি ভ্যান গাড়ী ওয়ালা খলিল!

- কোয়েলের মত চোখ, কানের উপরে কাটা দাগ এসব মুছে ফেলার ডাক্তারি বিদ্যা এখনও বের হয় নাই। তাই বুঝতে পারলাম কোন কারণে সে তার পরিচয় দিতে চাচ্ছেনা, তাই অসত্য কথার আশ্রয় নিচ্ছে ভ্যান চালক খলিল।

ভ্যান গাড়ী ওয়ালা, স্টিলের আলমারিটা ঘরে ঢুকিয়েই উঠানের শেষ মাথায় আম গাছের নীচে দাঁড়িয়ে রইল। চিল্লীয়ে তাগাদা দিচ্ছিল তার ভাড়ার টাকাটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেই। খোলা জানালা দিয়ে বাহিরে তাকালাম। ভ্যান ওয়ালা এক প্রকার কৌতূহল ও হতাশ ভঙ্গিতে গৃহস্থের বাড়ীর দিকে তাকাচ্ছিল আর চোখের ভ্রু-যুগল ডলে অনবরত ঘামের পানি মাটিতে ফেলছিল।

গ্রীষ্মের প্রচণ্ড গরমে চারিদিক চৌচির। ভ্যান গাড়ী চালকের কোমরের গামছা অনেক আগেই ঘামের পানিতে ভিজে এতটাই পানি ভরেছে যে, সেটাতে আর নূতন করে পানি ধারণের ক্ষমতা নাই। সে ওখানে দাড়িয়েই এক গ্লাস পানির জন্য অনুরোধ করছিল। আমার প্রবাসী ছেলেটাকে পাঠিয়ে তাকে ঘরে এসে পানি পান করার জন্য বলতে গেলে, ভ্যান গাড়ী ওয়ালা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল।

এবার আমিই দরজায় দাঁড়িয়ে, ঘরে এসে শরবত পান করে যাবার জন্য জন্য আহবান করলাম! যথারীতি বুকে হাত দিয়ে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। আমি যে তাকে ঘরে এসে শরবত পান করতে আহবান করেছি, বুকে হাত দিয়ে বুঝাতে চাইল এতটুকু বদান্যতাতেই সে যথেষ্ট সম্মান বোধ করেছে।

- জোড় খাটালাম। ঘরে চল বলেই টানতে রইলাম।

- সে ছাগলের মত খোট মেরে মাটিতে দাঁড়িয়ে রইল। অনুরোধ করতে রইল, বড় লোকের ঘরে ঢুকে অপমানিত হতে চাইনা। আমরা গরীব মানুষ, রাস্তার মানুষ, রাস্তাতেই নিজেই ঠিকানা খোঁজে বেঁচে থাকে চাই!

- এসব কথা কেন? আর আমি তোমাকে কেনই বা অপমান করতে যাব? তুমি আমার ক্লাস মেট, ভাগ্যের ফেরে তুমি হয়ত ভ্যান গাড়ির চালক, আর আমি জাপানী গাড়ী চালাই। আল্লাহর কৃতজ্ঞতা জানাই কেননা আমি তোমার চেয়ে ভাল। হতে পারে, কোনদিন দুর্ভাগ্যের চক্র পড়ে আমাকেও তোমার মত ভ্যান চালাতে হতে পারে। এটাই দুনিয়ার নিয়ম, অপ্রিয় সত্য ও তিক্ত বাস্তবতা। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সন্তুষ্ট থাকার মাঝেই মানব জীবনের সার্থকতা। এ ছাড়া তোমার আর আমার মাঝে কোন ব্যবধান নাই। তোমাকে আমি কোনদিন ভুলিলি, আমার সকল সহপাঠীকেই মনে রেখেছি।

- গল গল করে চোখের পানি বেয়ে পড়ল, শিশুর মত কান্না করে একটি ঘটনার কথা বলল, সেটি শুনে নিজেকে সংবরণ করতে পারলাম না। তার মুখেই শুনুন:

স্কুল জীবনের কঠিন পাঠ, মাঝ পথে ছেড়ে দিতে বাধ্য হই। এক পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে আগে ঠেলা গাড়ী ঠেলতাম, তারপর রিক্সা চালাতাম অতঃপর ভ্যান চালানো শুরু করলাম। ফখরুল তো আমাদেরই ক্লাস মেট ছিল, বিদেশে গিয়ে ব্যবসা করে প্রচুর টাকা কড়ি কামিয়েছে। মাটির ঘর দালানে পরিবর্তন হয়েছে। বাজারে দোকান দিয়েছে, ধনী লোকের মেয়ে বিয়ে করেছে, শহরে জায়গা জমি সবই করেছে। বিয়ে করার জন্য বাড়ী এসেছে, তার বিয়ে উপলক্ষে বাড়ীতে যত মাল-সামান আনা নেওয়া দরকার, তা সবই আমি টেনেছি। ইচ্ছা করেই তাদের বাড়ীতে একটু বেশী করে অপেক্ষা করতাম এই প্রত্যাশায় যে, আমাকে একাকী দেখলে হয়ত ফখরুল তার গরীব ক্লাস মেট খলিল কে চিনবে। না! সে আমাকে চিনে নাই, তাই বিয়ের দাওয়াত পাইনি। বিয়ে পরবর্তী সমুদয় মাল-পত্রও আমি টেনেছি। নিজে নিজে ভাবতাম, ক্লাস এইট পর্যন্তই তো একসাথে পড়লাম, না চিনার কারণ তো থাকতে পারেনা।

বিয়ের পরে একদা সে তার নব বধূকে নিয়ে বাজারে গাড়ি থেকে বাজারে নামল। আমি বহুদিন ধরে এই ধরনের একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। উপস্থিত আমার বড় ভাইয়ের নতুন রিক্সাটি হাওলাত নিয়ে, নব দম্পতির দিকে এগিয়ে গেলাম। তারাও আমার নতুন রিক্সা দেখে কোন কথা না বলেই উঠে পড়ল। দক্ষিণা হাওয়া গায়ে লাগিয়ে আমার রিক্সা দ্রুত চলছে। নব দম্পতির কথার দিকে মন দিলাম। বুঝতে পারলাম তারা অনেক উৎফুল্ল, এই মুহূর্তে সুন্দর মনের মাঝে আছে।

আমি ভাবতে রইলাম, কিভাবে আমি আমার মনের কথাটি ফখরুলকে বলি। চিন্তা করলাম, দম্পতি যুগলের কথার ফাঁকেই বলে আমি আমার কথাটি তুলি। ‘ফখরুল আমার ছেলেটাকে যদি একটা ভিসা দাও, তাহলে আমার বড় উপকার হবে। তোমাকে টাকাটা আমি একত্রে দিতে পারব না, তবে নির্ঘাত এক বছরের মধ্যে দিয়ে দিতে পারব। তুমি আনন্দ করার জন্য পুকুর পাড়ে অতিরিক্ত আরেকটি আলীশান ঘাট বেঁধেছ, সে ধরনের একটি ঘাটের টাকা দিয়ে আমার ছেলের মত ছয় জনকে বিদেশে নিয়ে যেতে পারবে। তোমার তো অনেক টাকা, প্রচুর টাকা’।

না, সে কথা আর বলা হয়নি, ততক্ষণে রিক্সা তাদের বাড়ীর আঙ্গিনায় ঢুকে পড়েছে! ভাবলাম রাস্তাটি যদি আরেকটু লম্বা হত, তাহলে আমার জন্য কতই না উত্তম হত।

পাঁচ টাকা বখশিশ যোগে ভাড়াটা দিয়ে দিল! তার মুখের দিকে ঠাঁই তাকিয়ে রইলাম, যদি একবার চোখাচোখি হলে কথাটা বলার সুযোগ ঘটবে। নাহ্! আমার ধারনা মত হল না, বাড়ির দিকে দম্পতি যুগল পা বাড়াল। ঠিক সেই মুহূর্তে ডাক দিলাম।

- ফখরুল!

- দম্পতি যুগল ঘুরে দাঁড়াল

ফখরুল, আমি খলিলুর রহমান। তোমারই বন্ধু ও ক্লাস মেট। তুমি কি আমাকে মনে করতে পেরেছ?

আমার এই সম্বোধন ফখরুলের মাথায় যেন আসমান ভেঙ্গে পড়ল, সে নিজেকে অপমানিত বোধ করল এবং প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বলে বসল, ‘ফকিন্নির পুত! চাঁদে হাত বাড়াও। অতিরিক্ত বখশিশ পেয়ে এখন বন্ধুত্বের লোভ বেড়েছে! আর কোনদিন আমাদের মালামাল টানবি না। ছোট লোক কোথাকার’!

খলিল হাউ মাউ করে কেঁদে বলল, সেই থেকে আমি অবধি আমি সম বয়স্ক কাউকে ভয়ে ভাই বলে ডাকি না। তুমিও যদি আমাকে তোমার স্ত্রী-পুত্রের কাছে ফখরুলের মত অপদস্থ কর, সেই ভয়ে তোমাকে পরিচয় দিতে চাই নাই। তোমাকে আমি চিনি, কাছে ভিড়তে সাহস পাইনা কেননা ছোট লোকদের সর্বদা ছোট পরিসরে থাকাই উত্তম।

কি বলে যে, খলিলকে সান্ত্বনা দিবে কুলিয়ে উঠতে পারলাম না। নিজের অজান্তেই কিছুক্ষণের জন্য নিকট অতীতে ফিরে গেলাম।

প্রতি সোম ও বৃহস্পতিবার খলিল পড়া পাড়ত না। বদমেজাজি ইংরেজি স্যার এই কারণে তাকে বেদম মার দিত। খলিল মার সহ্য করতে না পেরে সে স্যারের পা জড়িত ধরত। তার কান্না দেখে অন্যান্য ছাত্ররাও কান্না জুড়ে দিত। তার মেধা ও স্মরণ শক্তি প্রখর ছিল। অষ্টম শ্রেণীতে ৮০ জনের মাঝে আমরা মুসলিম ছাত্র মাত্র ৭ জন, বাকিরা হিন্দু! কেন জানি, হিন্দু ছাত্ররা নিজেদের আলাদা রাখত এবং মুসলিম ছাত্রদের সহযোগিতা করত না। ফলে সকল ক্লাসে দুটো মেরু হয়ে থাকত। খলিলকে তারা কেউ সহযোগিতা করত। ফলে খলিল স্কুলে এসেই আমার নিকট থেকে পড়া দেখে নিত এবং যথাসম্ভব শিখতে থাকত!

- একদিন তাকে প্রশ্ন করলাম, তুমি সপ্তাহের নির্দিষ্ট দুটি দিন পড়া পার না কেন?

- সে বলল, আলোর অভাবে অভাবে পড়তে পারেনা। রোববার এবং বুধবারে তাকে তার বাবার সাথে বাজারে যেতে হয়। বাজার থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তাই সোমবার এবং বৃহস্পতিবারের পড়াটা তৈরি করতে পারেনা।

- বললাম, সে কি কথা! আমরা তো পড়ার টেবিলে সন্ধ্যার পরই বসি। তোমার পিতা তো সন্ধ্যার একটু পরেই বাড়ীতে চলে আসে। তাহলে সন্ধ্যার পরে বসে পড়াটা তৈয়ার করতে তোমার সমস্যা কোথায়?

- উত্তরে জানাল, তাদের ঘরে যে চেরাগ নাই!

- নাই কেন?

- বলল, তার মা-বাবা বলেছে, চেরাগ কিনলে প্রতিদিন কেরোসিনও কিনতে হবে! যেহেতু প্রতিদিন কেরোসিন জ্বালাতে পারবে না তাই চেরাগও কেনা হয়নি!

- তাহলে অন্যান্য দিনে কিভাবে পড়া তৈরি কর?

- অন্যান্য দিন সন্ধ্যার আগেই সূর্যের আলোতে লেখা শেষ করে ফেলি এবং মায়ের পাশে বসে চুলার হালকা আলোতে পড়ার কাজটা সেরে নেই। যেদিন তার বাবার সাথে বাজারে যেতে হয়, সেদিন বাড়ীতে ফিরার অনেক আগেই চুলার আগুন নিভে যায়। যার কারণে আর পড়া তৈরি করতে পারে না।

-তাকে বললাম, আসলে তোমার বাবা-মা কিপটে, কৃপণ প্রকৃতির মানুষ।

- খলিল উদাস ভঙ্গিতে আকাশের পানে তাকিয়ে থাকে, কোন উত্তর দেয় না! শুধু এতটুকুই বলত, এক জনের হৃদয়ের অনুভূতি অন্যজন কখনও বুঝেনা। তাই দুনিয়াতে কেউ কাউকে মূল্যায়নও করতে পারে না। শিক্ষকের বেতের মারের ভয়ে, খলিল একদা স্কুল ছেড়ে চলে যায়।

- সে বছর রোজার সময় ঈদের বাজারে, এলাকার জন্মান্ধ ভিক্ষুক ‘অন্ধ হাশমত আলীকে’ ফিৎরা-জাকাতের জন্য মানুষের দোকানে, রাস্তায় আহবান করতে দেখলাম। আগেই থেকেই এই ব্যক্তিকে একটি প্রধান সড়কের মোহনার বাঁকে বা টেকে বসে দীর্ঘ বছর ভিক্ষা করতে দেখেছি। ফলে সড়কের সেই টেকের চিরস্থায়ী নাম হয় যায় ‘আন্ধাইয়ার টেক’, আজ পর্যন্ত সেই টেক এই নামে আছে! অন্ধ হাশমত বাজরে একটি লাটির এক মাথা ধরে হাঁটছেন, লাটির অন্য মাথা আরেক জনের হাতে। সামনের জন যেদিকে হেঁটে চলছেন, অন্ধ হাসমতও অন্ধের মত তাকে অনুসরণ করছেন। সেই ব্যক্তিকে পিছন থেকে চিনা যাচ্ছিল না, কৌতূহলে কাছে গিয়ে দেখলাম, তাকে দেখে এমন ভাবে তড়িতাহত হব ভাবিনি! সে ব্যক্তি আর কেউ নয়, আমারই বন্ধু ও ক্লাস মেট খলিলুর রহমান!

- সন্ধ্যার এক পর্যায়ে তাকে প্রশ্ন করার সুযোগ আসল, ইনি তোমার কি হয়?

- তিনি আমার বাবা! মাথায় যেন গোল পাকিয়ে গেল! খলিলদের স্থানীয় বাজার আর আমাদের বাজার ছিল ভিন্ন। তাছাড়া এই ব্যক্তিকে স্থায়ীভাবে রাস্তায় বসে ভিক্ষা করতে দেখতাম, ফলে খলিলের সাথে ওনার কি সম্পর্ক তা জানতাম না।

- মুহূর্তে আমার দুটি কথা মনে পড়ে গেল। প্রথমত: তার পিতা-মাতার চেরাগ ও কেরোসিন কেনার অক্ষমতার কথা শুনে খলিলের বাবা-মাকে কৃপণ বলেছিলাম। বড় অনুতপ্ত হলাম। সে বলল, তোমার বলাটি তো অনেক ছোট ছিল, তাই আমার সেটি মনে নাই। অনেক মানুষ তো আরো বেদনাদায়ক কথা বলে। সেগুলো এক সময় ভুলে যেতে বাধ্য হই।

- দ্বিতীয় প্রশ্নটি করলাম। আচ্ছা বলো তো, ‘স্কুলের ইংরেজি স্যার কি তোমাদের এই অবস্থা জানত না যে,? তোমার ভিক্ষুক বাবাকে বাজার থেকে আনতে গিয়ে তোমার রাত হয়ে যেত, তাই তুমি পড়াটা তৈরি করতে পারতে না?

- জানত! তাঁকে বলেছি, বহু বার বলেছি। আমার বাবাও বলেছে!

- তারপরও তোমাকে হেনস্তা করত কেন?

- স্যার বলেছিল গরীবের ছেলে লেখাপড়া করে কি করবে। একদিন এমনিতেই স্কুল ছেড়ে দিতে বাধ্য হবে। তার চেয়ে বরং আমাদের বাড়ীতে কামলার কাজ কর, সেটাই তোমাদের সকলের জন্য মঙ্গল হবে!

- কিন্তু আমার বাবা চাইতেন আমি লেখা পড়া করে বড় হই। আমার বাবা আগে ভিক্ষুক ছিলেন না, চোখের ক্ষীণ আলো যতদিন ছিল ততদিন জাল বানা, জাল বোনা, বেতের কাজ করতেন। ক্লাস ফাইভে ভাল ফলাফল করার পর, টাকার অভাবে ভর্তি হতে ও বই কিনতে পারছিলাম না। সেদিন তিনি বলেছিলেন, তাঁর চোখের আলো না থাকলেও, বিদ্যা দিয়ে আমি যাতে পরিবারকে আলোকিত করতে পারি, সেজন্য তিনি টাকা জোগাতে ভিক্ষাবৃত্তি শুরু করেন।

- কিন্তু স্যারের মার আমি আর সহ্য করতে পারছিলাম না। কেউ দয়া দেখিয়ে রক্ষাও করতেও পারছিলেন না। ফলে রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই! কেননা আমাদের ভাগ্যলিপি এভাবেই সাজানো হয়েছে!

- টিপু, আমাকে ভাড়ার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই, আরো ভাড়া মারতে হবে।

- সম্বিত ফিরে পাই। আমার স্ত্রী-পুত্রকে ডেকে পরিচয় করে দিলাম এ আমার ক্লাস মেট ও বন্ধু। ভাগ্যের ফেরে আমি এখানে, সে ওখানে। এখানে অহংকার ও দাম্ভিকতার কিছুই নেই। আল্লাহর কৃতজ্ঞতা করি, এমনও হতে পারত, আমি তার মত খেটে খাওয়া মানুষের সাড়ির একজন হয়ে যেতে পারতাম! কিন্তু আল্লাহ আমার প্রতি বিশেষ দয়া দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ।

মেট্রিক পরীক্ষার কোচিং করছি, এমন সময় ষষ্ঠ শ্রেণীর এক বালক স্কুলের বারান্দা দিয়ে দ্রুত গতিতে ছুটে গেল! বদমেজাজি ইংরেজি স্যার দরজা খুলে দেখতে গেলেন, কে এভাবে দৌড়ে চলে গেল!

-তিনি গলা বাড়িয়ে, চড়া গলায় কাউকে ডেকে প্রশ্ন করলেন, তুমি কাকে খুঁজে ফিরছ?

-বালক উত্তর দিল, তোমাকেই খুঁজে ফিরছি!

-কেন?

-এই ইটের কণা তোমার মাথায় মারব, তাই তোমাকেই খুঁজিতেছি!

-স্যার দ্রুত গতিতে ক্লাসে ঢুকে পড়লেন, মুহূর্তেই পিছন থেকে কিছু একটা প্রচণ্ড গতিতে তাঁর গায়ে আঘাত করল! ইটের টুকরা মাথায় আঘাত না করে, সরাসরি ডান হাতের আঙ্গুলে আঘাত করে! ঘটনাস্থলেই আঙ্গুল ভেঙ্গে যায়।

যে হাতের আঙ্গুল একদা গরীব, অন্ধের প্রতিভাবান সন্তানকে জানোয়ার পিটুনির কাজে ব্যবহার হত। আজ সেই হাত নিজের সন্তানের হাতেই বার বার আঘাত প্রাপ্ত হয়েছে। কৌতূহলের ব্যাপার হল, কয়দিন আগেই এই ছেলেটি লাঠির আঘাতে স্যারের হাত ভেঙ্গে দিয়েছিল। আজ সেই ভাঙ্গা হাতের আঙ্গুল ভেঙ্গে দিল! খলিলের রিক্সা স্কুলের পাশেই ছিল, সে স্যারকে টেনে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর সকল ছাত্ররা কালের সাক্ষী হয়ে তাকিয়েই রইলাম।

বিষয়: বিবিধ

২০৬৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332661
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৯
মাজহারুল ইসলাম লিখেছেন : এই রকম কিছু অহংকারী শিক্ষক বাংলাদেশের সব ইস্কুলে আছে। আর এই রকম হাজার হাজার খলিল তৈরি হয় এই সব অহংকারী শিক্ষকদের কারনে।
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৩
274924
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ধন্যবাদ ইতিবাচক মন্তব্যের জন্য।
332664
৩০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উহ! চোখের কোনে অশ্রু জমে গেল।
মানুষের জীবন কত দুঃখে ভরা।
আর কত জন টাকা পয়সার দাপটে অমানুষ হয়ে যায়।
কিছু কিছু শিক্ষকের মানবতাবোধের বড়ই অভাব। আমাদের পরিচিত জনদের মাঝেও এমন শিক্ষক রয়েছেন।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৪
274925
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মানুষের হৃদয়ে যখন বিবেকবোধের অভাব হয়, তখনই এমনটি করে। অনেক ধন্যবাদ।
৩০ জুলাই ২০১৫ রাত ০৮:০৫
274968
আবু জান্নাত লিখেছেন : ফখরুল যখন নতুন বৌ নিয়ে খলিলের রিক্সায় চড়ে বাড়িতে ফিরে আসলেন, সেই সময়ে কি খলিলের ছেলে বিদেশ যাওয়ার উপযুক্ত হয়ে গেছে? দু'জনই তো ক্লাস মেট। মনে হচ্ছে খলিল খুবই অল্পবয়সে বিয়ে করেছে, আর ফখরুল যৌবনের সিংহভাগ পার করে বিয়ে করেছে, তাই না!
(ডোন্ট মাইন্ড যাষ্ট ফান)
৩০ জুলাই ২০১৫ রাত ১১:১৫
274995
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর প্রশ্নের অবতারনা করছেন, আমি এই বিষয়ে বহু দিন আগে একটি পোষ্ট দিয়েছিলাম। যাক, আমার ঘটনাটি গত বছরের জুলাই মাসের ঘটনা।

ফখরুল বিদেশ থাকার কারণে দেরিতে বিয়ে করেছে তার বাচ্ছারা এখনও হা্‌ই স্কুলে উঠতে পারেনি তার বয়স ৪৭। তার দাম্ভিকতা ও কাউকে পাত্তা না দেবার ভাব ছোট কালেও দেখতাম।

খলিল স্কুল জীবন শেষ করার কিছুদিন পরেই বিয়ে করেছিল। যৌতুক হিসেবে রিক্সা নিয়েই বিয়ে করেছিল। আমি যখন কলেজে পড়ি তখন তার ছেলেকে বাজারে দৌড়াদৌড়ি করতেও দেখেছি। তাছাড়া খলিল একটু বেশী বয়সে স্কুল শুরু করেছিল।

যাদের জন্ম ১৯৬২ - ১৯৬৫ এর মধ্যে, তাদের প্রাইমারী স্কুল এবং হাই স্কুলে কয়েকবছর পড়া নষ্ট হয়েছে স্বাধীনতা যুদ্ধের কারণে। আমার সময়ে যারা ক্লাশ নাইন-টেনের ছাত্র স্যারেরা তাদের পকেটে সর্বদা সিগারেট পেত। মূলত এসব ছাত্রদের তখন ডিগ্রীতে পড়ার কথা ছিল। বছর নষ্ট হওয়াতে এমন হয়েছিল। খলিলও সেই ধরনের বয়সী। অনেক ধন্যবাদ।
332670
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৭
হতভাগা লিখেছেন :
তার চেয়ে বরং আমাদের বাড়ীতে কামলার কাজ কর, সেটাই তোমাদের সকলের জন্য মঙ্গল হবে!


০ পুরাই Psycho
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৪
274927
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটাই ছিল নাকি অন্যতম কারণ। ধনবাদ।
332677
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৫
শান্তিপ্রিয় লিখেছেন : মর্মান্তিক! জীবন থেকে নেওয়া সুন্দর একটি শিক্ষণীয় গল্প। আল্লাহ যাকে যে অবস্থায় রাখেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা উচিত।
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:১০
274933
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর বস্তুনিষ্ঠ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
332682
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:২১
রক্তলাল লিখেছেন : টুকরো রুকরো গল্প তুলে আনছেন। ভালো উদ্যোগ।
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩০
274940
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন।
332699
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : আহ!কি করুণ কাহীনি ।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
274952
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অভিব্যক্তি রেখে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
332709
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানবিকগুন বিহিন এমন এক শিক্ষক কে দেখার অভিজ্ঞতা পলিটেকনিক ইন্সটিটিউটে হয়েছে। আমরা নিয়ম কে মানবতার উর্দ্ধে রেখে এভাবেই ধ্বংস করছি মেধা।
অনেক ধন্যবাদ
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
274959
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি বিদেশ থেকে গিয়ে একবার সকল শিক্ষকদের সাথে দেখা করার চিন্তা করি। দেখা হয়েছেও, ইংরেজী স্যারের কথা বলাতে কয়েকজন বন্ধু বলল ওর সাথে দেখা করতে যেওনা। মানুষটি ভাল না, সে তার ছাত্রদের কে সম্মান তো দেয় না বরং অপমান করে। আশ্চর্য্য হলাম এটা কি কথা খ্যাতিমান ছাত্রের কথা শুনে যেখানে গৌরব হবার কথা সেখানে অপমান কেন?

তারা বলল তার ছেলেরা একটাও মানুষ হয়নি। আর যাদের ছেলেদের তিনি গরু পিটুনী দিত তারা খ্যাতিমান হয়েছে, এটা তার সহ্য হয়না।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
332718
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : হৃদ্ধয় ছুয়ে যায়। বাংলাদেশের ১/৩ মানুষের
জীবন এ রকম। এমন কি উন্নত বিশ্বে
১২ গ্রেড এডুকেশন ফি্র হওয়ার পরও
অনেকে ঝড়ে পড়ে। সরকার দরিদ্র পরিবারে
খাওয়ার নিশ্চয়তা দেয়। যেটা বাংলাদেশে
নেই। এর পরও জীবনে একটা গ্লোল থাকা দরকার। অন্তত কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠা গড়ে তোলা দরকার। নবী শিক্ষা, করো না
ভিক্ষা, মেহানত কর সবে।রাষ্টী পর্যায়ে ইসলামী না আসা পর্যন্ত। মানবতার উন্নতি হবে না।
৩০ জুলাই ২০১৫ রাত ১০:১৮
274974
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনি সুন্দর কথা বলেছেন। আমাদের সময়ে যে দরিদ্রতা দেখেছি, সেটা বর্তমানের দরিদ্রতার চেয়ে ভাল ছিল, কেননা তখনও মানুষের দয়া, মায়া, আতিথেয়তা সমাজ থেকে চলে যায়নি। ইসলাম তো এই সমাজ পছন্দ করেনা। আপনাকে অনেক ধন্যবাদ।
332719
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : যথেষ্ট শিক্ষনীয়। জাযাকাল্লাহ খাইরান।
৩০ জুলাই ২০১৫ রাত ১০:১৯
274975
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আল্লাহ আপনাকে রহম করুন। আমীন।
১০
332733
৩০ জুলাই ২০১৫ রাত ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : চোখে পানি এলেও অন্তরে পুলকিত হলাম যে গরীবের অবস্থায় উপহাস না করে সমবেদনা জানানোর দলে আর এক জনকে পেলাম৷ সত্যইতো আল্লাহ ইচ্ছা করলে খলিলের যায়গায় আমাকেও ফিট করতে পারতেন৷ মনে পড়ে ছেলের চোখ উঠেছে মলম কিনতে হবে৷ বাড়িফেরার পথে বাজারে ঔষধের দোকানে গেলাম, কয়েক বছর আগে আমিই যা এক টাকায় বিক্রী করেছি আজ নাহয় তা পাঁচ টাকা হবে,কারণ পকেটে পাঁচ টাকাই আছে৷এটিই একমাত্র সম্বল৷ বিক্রেতা মলমদিয়ে বললেনন, দশটাকা৷ বললাম রেখে দিন৷ পরে নেব,আপাততঃ টাকা নেই৷ পরিচিৎ দোকানী বললেন পরে দেবেন,কিন্তু আমারতো কোথাও থেকে আমদানির সম্ভাবনা নেই,তাই রাজী হলামনা৷ তিনি বললেন, সাদেক ভাইয়ের থেকে নিয়ে নেব৷(সাদেক আমার ছোট ভাই,একান্নবর্তী সংসার, আমি বেকার) তাতেও রাজী নাহয়ে ফেরতই দিলাম৷ পে ছোটভাই মলম এনে ছিল৷ আমি ভূক্ত ভূগী তাই অসহায়ত্বের বেদনা বুঝি৷ সেই আমি আজ আল্লাহর ইচ্ছায় কানাডায়৷ আমার ছেলে নতুন নিশান চালায়৷ আল্লাহ সবই পারেন৷ ধন্যবাদ আপনাকে৷নিজের প্যাচাল পাড়ার জন্য দুঃখীত৷
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২১
274976
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার দুঃখের কথা শুনে খুবই খারাপ লেগেছে। তবে দেশে রাজনৈতিক সন্ত্রাস, পুলিশী মাস্তানী আর ৯১ এর ঘুর্ণীঝড়ে আমাদের অবস্থা তার চেয়েও করুন ও শোচনীয় হয়ে পড়েছিল। আল্লাহ আমাদেরও রহম করেছেন, ভাল রেখেছেন। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমীন।
১১
332749
৩০ জুলাই ২০১৫ রাত ১০:০৮
আবু জারীর লিখেছেন : ঠিক এর বিপরীত একটা ঘটনা ঘটেছে আমার এক বন্ধুর সাথে। মা মরা বন্ধুটির দিকে চেয়ে তার দিনমজুর বাবা বিবাহ করেনি। বাবা কামলা দিত আর ছেলে রান্নাবান্না করে রেখে স্কুলে আসত। পড়া লেখায় ছিল মিডিয়াম গোছের। নৌবাহিনির ক্যাপ্টেন হিসেবে রিটায়ার্ড আমাদের ইংরেজি স্যার একদিন বেজায় ধোলাই দিলে ব্যাপারটা স্যারকে জানাই, তার পর থেকে স্যার আর কোন দিন ওকে মারেনি বরং সহায়তা করেছে কিন্তু স্যারের সব ঝাল মিটিয়েছে আমার সাথে। কাকতালীয় ভাবে স্যারের সাথেই একের পর এক আমার অনাকাঙ্খিত ঘটনা ঘটত। যার বেশির ভাগের অনুঘটক ছিলেন স্যার নিজেই আর আমি ছিলাম প্রতিবাদি।
স্যারের বদান্যতা আর বন্ধু বান্ধবদের সহায়তায় শেষ পর্যন্ত গ্রাজুয়েশান করে সে ইটালিতে গিয়েছে। এখন নাকি ফ্রান্সে আছে।

তার পরের ইতিহাস ভিন্ন। সে হারিয়ে গেছে অনৈতিকতার অতল গহ্বরে। বন্ধুদের যাদের সহায়তায় ইটালিতে গিয়েছে তাদের অনেকের টাকাও ফেরত দেয়নি। আমাকে একটুর জন্য ফাসাতে পারেনি। আলহামদুলিল্লাহ্‌।

আপনার অনেক অভিজ্ঞতার সাথেই আমার কিছু কিছু স্মৃতির বেশ মিল কিন্তু সমস্যা হল হিম্মৎ করে সাজিয়ে লেখার।
ধন্যবাদ।
৩০ জুলাই ২০১৫ রাত ১০:২৬
274981
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার ঘটনাটিও খুবই হৃদয়গ্রাহী। তবে এ ধরনের ঘটনা এখন অহরহ ঘটেছে। এগুলো নৈতিকতার অভাবেই ঘটেছে। আগে যারা চলচিত্র তৈরী তারা এ ধরনের একটি ঘটনার জন্য লালায়িত থাকত। এখন এসব দেখতে দেখতে মানুষ এতই অভ্যস্ত যে, সেগুলো দিয়ে চলচিত্র বানালে, সেটা বাজারেই চলবেনা।


আর হিম্মতের কথা বললেন, এই হিম্মতে কোন কাজ নেই। ব্যক্তিত্বকে সুবাসিত করতে যা কিছু অর্জন করেছিলেন হয়ত সবকিছুই হারাতে পারেন। দেখছেন না, আমার সবকিছু মানুষ জেনে যাচ্ছে! এটা কি সম্মানের নাকি অপদস্থের? আপনিই বলুন...... ধন্যবাদ।
৩০ জুলাই ২০১৫ রাত ১১:৩৩
274996
আবু জারীর লিখেছেন : প্রত্যেকটা মানুষের জীবনই ঘটনাবহুল। এ থেকেই শিক্ষা নিতে হয়। অতীত কেমন ছিল সেটা বড় কথা নয় বরং অন্ধকার থেকে নিজেকে আলোয় নিয়ে আসাটাই বড় কথা। সে হিসেবে আপনি সফল। লোকে জানে জানুক। এ থেকে হয়ত অনেকেই শিক্ষা নিতে পারবে এবং তাদের জীবন সুন্দর করে সাজাতে পারবে। এতে আমি দোষ নয় গুণই দেখছি। আল্লাহ্‌ আমাদের সকলকেই কবুল করুন আমিন।
৩১ জুলাই ২০১৫ রাত ১২:৫১
275002
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আল্লাহ আপনার দোয়া আমার জন্য পরিপূর্ন ভাবে কবুল করে নিন। আল্লাহ আপনাকেও খ্যতিমান করুন এবং জান্নাতের ছায়াতলে আশ্রয় দিন। আমিন।
১২
332774
৩১ জুলাই ২০১৫ রাত ১২:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। জীবনকে খূঁজতে চাই... জীবন ধরা দেয়না!!

যেটা জীবনের অংশ হয়ে ধরা দেয় সেটা আশা করেনা, খেটে খাওয়া মানুষের কাহিনী উপহার সত্যিই অসাধারণ।

বেদনাদায়ক কথা গুলো অশ্রু নিয়ে আসতে বাধ্য! তবে প্রবাস জীবন হূদয়টাকে কঠিন করে দিয়েছে....।
৩১ জুলাই ২০১৫ রাত ১২:৪৯
275001
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার অভিব্যক্তি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন সেরা ব্লগার, লিখতে পারেন এবং অন্যকে মূল্যায়নও করতে পারেন। আবারো ধন্যবাদ, ভাল থাকুন।
৩১ জুলাই ২০১৫ রাত ০১:২৬
275005
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মুখে সেরা শব্দটি শুনে হতভম্ব হয়ে গেলাম! আমি কি লিখেছি জানিনা আপনার মত অভিঙ্গ লেখক আমাকে সেরা বলা.... মনে হয় আমার নূন্যতম পাওনার চেয়ে অনেক বেশিই।

আমি আপনার লেখা পড়ি ২ বছর আগে থেকে তবে ব্যক্তি আপনাকে জেনেছি ব্লগার "আবু জান্নাত" এর কাছেও "দিল মোহাম্মদ মামুনের কাছে...।

এই সময়ে আপনি ব্লগিং করে আমাদের উৎসাহিত করে যাচ্ছেন এটাই আমি মনে করি আমার সবচেয়ে বড় পাওয়া।
১৩
332788
৩১ জুলাই ২০১৫ রাত ০১:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের সমাজ ব্যবস্হায় এরকম মিশ্র ঘটনা ঘটে যায় অহর্নিশ।
৩১ জুলাই ২০১৫ রাত ০৯:১৭
275120
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমীন।
১৪
333146
০২ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৪
শরাফতুল্লাহ লিখেছেন : এমন একজন খলিল আমি খুব কাছ থেকেই দেখেছি, যদিও সেই খলিল শিক্ষকের নিষ্পেষণের শিকার হয়নি, হয়েছিলো অভাবের।

আসলে এর জন্য দায়ী সমাজের শিক্ষিত সামর্থবান ব্যাক্তিরা।
কারন, একটি সমাজ ধ্বংস হয় কেবল ভালো মানুষদের নিষ্ক্রিয়তায়।
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:১২
275325
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর ও যথার্থ মন্তব্য। আপনি ভাল থাকুন। অনেক ধন্যবাদ।
১৫
339987
০৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : বড়ই মর্মান্তিক! আসলে বাস্তবতা যেন এমনই হয়।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫১
281428
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর ও যথার্থ মন্তব্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File