- শুনে যাও মিরু'র মা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুলাই, ২০১৫, ০২:২১:৩৩ রাত
শুনে যাও মিরু'র মা
খবরতো আার রাখনা
তোমার মেয়ে সেলফি তোলে
নানান ভাব আর ভঙ্গিমা।।
গাছের ডালে পা ঝুলিয়ে
ট্যারা চোখে গাল ফুলিয়ে
বান্ধবী সঙ্গে নাচে
শায়লা খাতুন আর রহিমা।।
ফেইসবুকে লাইকের হিড়িক
ফলোয়ার হাজার অধিক
পোলাপাইন কমেন্ট করে
রুপের আর গুণ বন্দনা।।
সময়ে যদি না দাও খিল
খাচায় কি আর থাকবে দিল
অপাত্রে বিলিয়ে দেবে
বুঝবে তখন কি যন্ত্রনা।।
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুগ্ধ হলাম ভাইজান.. ধন্যবাদ
তুমিই শুধু একলা না৷
সেলফির অকাল বন্যায়,
ভাসবে সবার কন্যায়৷
খড়কুটাটিও রইবে না৷
এমন হইলে পাইবানা মাফ
দায় মায়ের একার নয়
দুইজনেই সামলাইতে হয়
সামুতে আপনার কবিতা পোস্টে না ঢুকে বাহির হতেই পড়া যায়
মোবাইল দিছ কিনিয়া
তোমার মেয়ে জরিনা
সেলফি তুলে হাকিয়া।
সেলফি দেখে জোয়ান বুড়ু
লাইক কমেন্টে হুড় মুড়ু
গাছের ঢালে ঘরের কোনে
বন্দুর গলায় হেলে দুলে।
মিরু আপনাররে অ্যাডড করে নাই বইলা প্যাঁচ লাগাইতাছেন!!
মন্তব্য করতে লগইন করুন