ফেবুর পোস্টিং কেমন হওয়া উচিত
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৯ জুলাই, ২০১৫, ০১:৫৮:৫৭ রাত
ফেবু একটি অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইতিমধ্যে সকলের কাছে স্বীকৃতি লাভ করেছে। পৃথিবীর প্রায় সব দেশেই এ মাধ্যম এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সব বয়সের, সব শ্রেণির মানুষ এ মাধ্যমের প্রতি ঝুকে পড়েছে। শিক্ষিত অশিক্ষিত সকলের রয়েছে এর প্রতি আসক্তি। প্রতিদিনই এর ব্যবহারকারিরা নিজস্ব দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, সৃজনশীলতা, সাহিত্য-সংস্কৃতি, শিল্প,খেলাধুলা, বিনোদন, প্রয়োজনীয় তথ্যাদি, সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ ফেবুতে পোস্টিং দিয়ে থাকেন। ভিন্ন ভিন্ন রুচির পাঠকরা তাদের পছন্দ অনুযায়ী উপরোল্লেখিত বিষয়গুলো পাঠ করেন এবং অনেক সময় পাঠকরা পঠিত বিষয়ের উপর মতামত ও ব্যক্ত করেন।
কিছু কিছু পোস্টিং পাঠকদেরকে উপকৃত করে। পাঠকরা হাতের কাছে অনেক অজানা তথ্য অনায়াসে পেয়ে যান এবং সেসব তথ্য নিজেদের কাজে লাগান। বিভিন্ন জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ও পাঠকরা ফেবুর মাধ্যমে খুব সহজে পেয়ে যান।কিন্তু কিছু কিছু ফেবু পোস্টিংকারীরা এমন সব বিষয় পোস্টিং দেন যা অনভিপ্রেত। তারা বলতে পারেন এসব তো আমরা পত্র-পত্রিকার সংবাদ থেকে সংগ্রহ করে পোস্টিং দিচ্ছি। তাদের কথা মেনে নিয়ে বলতে চাই কিছু কিছু বিষয় আছে যা সকলের জন্য লজ্জাস্কর। আবার অনেকগুলো অনৈতিকতা, অপ্রাধপ্রবণতাকে বাডিয়ে দেয়। সত্তর বছরের বুড়ো বিশ বছরের মেয়েকে বিয়ে করেছে এমন সংবাদ থেকে শিক্ষনীয় কি আছে তা আমার বোধগম্য হয়না। কিংবা তিন সন্তানের জননী পালিয়েছে রিকশাওয়ালার সাথে এর নেতিবাচক প্রভাব কোথায় গিয়ে পড়ে এ সম্পর্কে পোস্টংদাতার খবর কি আছে?পরকিয়া, ঘর পালানো, ধর্ষন ইত্যাদি সংবাদগুলো নিশ্চয় সুখকর সংবাদ নয়। তাহলে কেন শুধু শুধু এসব পোস্টিং দেয়া? প্রিণ্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়াতো ইতিমধ্যে লাশের ছবি প্রকাশে সেন্সর জারি করেছে। লাশের বিকৃত ছবি সাধারন মানুষের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে বলেই পত্রিকা ও টিভি চ্যানেলগুলো এমনতর নীতি অনুসরন করে আসছে।
এ সামাজিক মাধ্যমটাকে অনেকে স্রেফ বিনোদন মাধ্যম হিসেবে ব্যবহার করে এর গ্রহনযোগ্যতা কমিয়ে দিচ্ছে। এমন সব বাজে পোস্টিং দেয় যা পাঠযোগ্য নয়। আবার অনেকে এমন সব খেজুরে বিষয় উত্থাপন করে মতামত চায় যা আলোচনার উপযোগী ও নয়।অনেক বিকৃত রুচির বিকলাঙ্গ মস্তিস্ক আছে যারা এখানে নগ্ন নারীর ছবি পোস্টিং দেয়।
অতএব, সচেতন ফেবু ব্যবহারকারীদের এগিয়ে আসতে হবে। অন্যদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। যারা এমন ফালতু পোস্টিং দেয়, তাদের পোস্টিং এডিয়ে যেতে হবে। তাদের পোস্টিং পড়ে তাদেরকে উত্সাহিত করা থেকে বিরত থাকতে হবে। এমন যারা পোস্টিং দেয় প্রয়োজনে তাদেরকে আনফ্রেন্ড করতে হবে। আমরা চাই, ফেবু একটি সুন্দরতম মাধ্যম হিসেবে সকলের কাছে আরো গ্রহনযোগ্যতা পাক। কিছু অর্বাচিন,কুলঙ্গারের জন্য এ মাধ্যমটাকে কলুষিত হতে দেয়া যায় না।আসুন সকলে মিলে আগাছা পরিস্কার করি।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ ব্লগার মধ্যে অনেক মিথ্যাচার এবং কাদা ছুড়াছুড়ি চলছে, যা কাম্য নয়। দু'একজন ব্লগার পরিবেশ নষ্ট করছে.. ধন্যবাদ
প্রয়োজনীয় বিষয়ে সুন্দর দৃষ্টি আকর্ষণ!
উপস্হাপনার সাথে স হমত পোষণ করে জাযাকাল্লাহু খাইর জানাচ্ছি!
মন্তব্য করতে লগইন করুন