ব্লগিং করব না কি পেচাল পাড়বো .কারন এই ব্লগ সাইটের কতৃত্ব এ্যাডমিনের হাতে নাই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুলাই, ২০১৫, ১২:৫৬:৫৪ রাত
অনেক বার নিজেকে এই ব্লগ থেকে দুরে সরাইতে চেয়েছি সেটা নিজের অপারগাতার কারনে। জিদ করতেও চাই কিন্তু নিজের স্বল্প পরিসরের মধ্যে একটা ব্লগ চালানো অনেক কঠিন হবে ভেবে আবারও ফিরে এসেছি। কিন্তু তাতে কি সেই আগের একই পেচাল শুনতে না চাইলেও শুনতে হচ্ছে।
কে শুনে কার কথা ! ব্লগের মনে হয় কোন বাবা মা নাই যে যেমন পারছে তেমন ভাবে ব্যাক্তিগত আক্রমন করেই যাচ্ছে।
প্রতিটা কাজের একটা সিমারেখা থাকা ভাল। নইলে সেখানে সংঘর্ষ অনিবার্য।
খারাপের সাথে যদি খারাপ থাকে তবে আমাদের কোন সমস্যা নাই কিন্তু ঐ খারাপটা যদি ভাল কোন সমাজে ঢুকে পড়ে তসে সেই জায়গার পরিবেশ নষ্ট করে ফেলে।
একে অপরকে ব্যাক্তিগত আক্রমন করেই সময় নষ্ট হয়ে যায় যেই উদ্দেশ্যে ব্লগে আসা হয় সেই উদ্দেশ্য সফল হয় না
এ্যাডমিনকে অবশ্বই সিদ্ধান্ত নিতে হবে নইলে হয়তো সুন্দর ব্লগটার ভাবমুর্তি অচিরেই হারাবে
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি ফখরুল সাহেব যে ভাবে সবাইকে ব্লক মারছে-তার কোন কেরামতি আছে?
শুধু চেয়ে চেয়ে দেখলাম, তুমি....
মন্তব্য করতে লগইন করুন