বেড়ে উঠা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৫, ০৪:২৫:০৮ বিকাল
চাইছি তুমি শিশু থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।
মন যে আমার আকুল হয় বাবা ডাক শুনে
কবে হবে দেখা আবার যাচ্ছি দিন গুনে।
হয়তো তুমি রেগে আছো সবার মতো নয়
সবাই যখন বাবা ডাকে তোমারো ইচ্ছে হয়।
এইতো আমি ছুটি পেলে মাস ছয় পরে
দেখে নিও চমকে দেব আসব যখন ঘরে।
তোমার যত খেলনার বায়না কিনে রাখা আছে
ছুটি পেলেই উড়ে যাবো শোনামনির কাছে।
চাইছি তুমি শিশুই থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জান্নাতের শীর্ষ নারীদের কাতারে তার স্থান হোক..
দোয়া করি ..
মন্তব্য করতে লগইন করুন