বেড়ে উঠা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৫, ০৪:২৫:০৮ বিকাল



চাইছি তুমি শিশু থাকো জানি হবার নয়

একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।

মন যে আমার আকুল হয় বাবা ডাক শুনে

কবে হবে দেখা আবার যাচ্ছি দিন গুনে।


হয়তো তুমি রেগে আছো সবার মতো নয়

সবাই যখন বাবা ডাকে তোমারো ইচ্ছে হয়।

এইতো আমি ছুটি পেলে মাস ছয় পরে

দেখে নিও চমকে দেব আসব যখন ঘরে।


তোমার যত খেলনার বায়না কিনে রাখা আছে

ছুটি পেলেই উড়ে যাবো শোনামনির কাছে।

চাইছি তুমি শিশুই থাকো জানি হবার নয়

একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331991
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ! আপনার মেয়ে নাকি? বেশ মিষ্টি চেহারা..জগতের শীর্স নারীদের কাতারে তার স্থান হোক..
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৩
274249
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জান্নাতের শীর্ষ নারীদের কাতারে তার স্থান হোক..
332001
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৯
অনেক পথ বাকি লিখেছেন : মাশাআল্লাহ কবিতার সাথে মিষ্টি মেয়েটা দারুণ মানিয়েছে। Rose Rose
332003
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৫
দুষ্টু পোলা লিখেছেন :  অনেক পথ বাকি লিখেছেন : মাশাআল্লাহ কবিতার সাথে মিষ্টি মেয়েটা দারুণ মানিয়েছে।
332069
২৭ জুলাই ২০১৫ রাত ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাই বড়হয়ে কখন উঠে যাবে টের ও পাবেন না!
332089
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৩১
আবু জারীর লিখেছেন : ভাই আপনাকে কিন্তু নানা হতে হবে সে খেয়াল আছে তো?
335650
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জাহেলী যুগে অনেক বড় বড় কবি ছিলেন। নাবেগা যুব্ইয়ানী ছিলেন এসব নামকরা কবিদের একজন। কাব্যে পাণ্ডিত্যের জন্য চারিদিকে তার প্রচুর খ্যাতি ছিল। তার আসল নাম ছিল যিয়াদ ইবনে মু’আবিয়া। কুনিয়াত ছিল উমামা। আবূ ওবায়দা তার সম্পর্কে লিখেনঃ তিনি ছিলেন, প্রথম পর্যায়ের কবিদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য। বেশি কবিতা রচনার জন্য তার লকব বা উপাধী হয়েছে নাবেগা। ওকাযের মেলায় তার জন্য লাল তাবু টানানো হতো। অন্য কেউ এ গৌরব লাভ করতো না। কারণ এ গৌরব ছিল সে কবির হক, কবিতায় যিনি ছিলেন সর্বজন স্বীকৃত শিক্ষক। তার কবিতা ছিল সূক্ষ্ম তত্ত্ব সমৃদ্ধ। ছিল অপরূপ বৈশিষ্ট্য মণ্ডিত। চরিত্রের পরিশুদ্ধিকে তিনি অত্যাবশ্যক মনে করতেন এবং আল্লাহ্র ভয়ে জীবন যাপনকে সর্বোত্তম বিবেচনা করতেন। উদারচিত্ত এ কবি নিজেই ছিলেন তার কথার প্রমাণ। তার প্রশংসাসূচক কাসীদার নৈপূণ্য, প্রফুল্লচিত্ততা, রকমারিত্ব, সততা এবং ভাষা অলংকারের অনেক দৃষ্টান্ত বর্তমান ছিল। ওকাযের মেলায় নাবেগার সামনে কবিতা আবৃত্তি করে কবিরা তার কাছ থেকে স্বীকৃতি লাভ করতো।


দোয়া করি ..
১৪ আগস্ট ২০১৫ রাত ০৪:২৮
277652
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File