জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল হেলথ কার্ড ব্যবহারের উদ্যোগ সরকারের

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ জুলাই, ২০১৫, ০৩:৫৫:২৬ দুপুর

ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইতিমধ্যে যেসব কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো চমৎকার সুফল দিচ্ছে। পাশাপাশি সম্প্রতি আরেকটি নতুন উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সেটি হলো জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল হেলথ কার্ডের ব্যবস্থা করা। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সহযোগিতায় একটি ডাটা বেজ তৈরি করে তা সংরক্ষণ করা হবে। দেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তোলার বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেরই অংশ। সরকার এ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর এবং এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য খাতে যেসব অগ্রগতি সাধিত হয়েছে তার মধ্যে স্বাস্থ্যসেবার প্রান্তিক পর্যায়ে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার বিতরণ, ৬৪টি জেলা ও ৪১৮টি উপজেলা হাসপাতালে একটি করে মোবাইল ফোন প্রদান, উপজেলা পর্যায় পর্যন্ত প্রায় ৮০০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ প্রদান, এগুলোর মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যসেবার চিত্র মনিটরিং ও টেলিমেডিসিন পদ্ধতি চালু করাসহ বিনামূল্যে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরামর্শ প্রদান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়মিত ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা ইত্যাদি। ছয় বছর আগের সঙ্গে তুলনা করলে এ এক অভূতপূর্ব সাফল্য। সরকার এখন জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল হেলথ কার্ডের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবা নতুন মাত্রা পাবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিজন নাগরিকের সারা জীবনের স্বাস্থ্য তথ্য সংবলিত ই-হেলথ কার্ড তৈরি হয়ে কেন্দ্রীয় সার্ভারেই জমা থাকবে এবং রোগী যখনই অসুস্থ হবেন তিনি তার জাতীয় পরিচয়পত্রটি হাসপাতালে বা চিকিৎসককে দেখালে সেই নম্বরটি কম্পিউটারে পাঞ্চ করে চিকিৎসক রোগীর অতীত থেকে বর্তমান যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং সে অনুযায়ী সঠিক চিকিৎসা দিতে পারবেন। রোগী যে শহরে বাস করেন সে শহরের বাইরে গেলেও অর্থাৎ বাংলাদেশের যে কোন জায়গা থেকেই এভাবে তার ই-হেলথ কার্ডে প্রবেশ করা যাবে। এমনকি দেশের বাইরে পৃথিবীর যে কোন দেশে গেলেও তা সম্ভব হবে। এটি বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বৈপ্লবিক অগ্রগতি অর্জিত হবে।

বিষয়: বিবিধ

৭৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332004
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৬
অনেক পথ বাকি লিখেছেন : নিঃসন্দেহে ভালো উদ্যোগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File