দেশের সাত বিভাগে সাতটি আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করার মহা পরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৭ জুলাই, ২০১৫, ০৩:৫২:৫৯ দুপুর

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের সাত বিভাগে সাতটি আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটের জন্য দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নকে ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কে আওতায় আনার মহাপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এক হাজার চারটি ইউনিয়নে ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাকি ইউনিয়নগুলোর কাজ অচিরেই শুরু হবে। ইতোমধ্যে বিটিসিএলের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক কেবল স্থাপনের কাজ শেষের পথে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় আরও এক হাজার ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক কেবল স্থাপনের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের চলতি মেয়াদে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকারের মেয়াদেই দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে উচ্চ গতির ফাইবার অপটিক কেবল পৌঁছে দেয়ার পরিকল্পনা আছে। এতে করে গ্রামের মানুষ কম মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন। তখন শহরের সমান সুযোগ-সুবিধা পাবেন গ্রামের মানুষ। অনলাইন ভিত্তিক নানা সেবাও তারা নিতে পারবেন। সরকার শহর গ্রাম সমান দৃষ্টিতে দেখার জন্যই সাড়ে চার হাজার ইউনিয়নে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে। গ্রামের তরুণ তরুণীদের দক্ষ করে গড়ে তুলতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। তাই প্রতিটি ইউনিয়নকে নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। গত কয়েক বছরে দেশে বিপুল সংখ্যক দক্ষ তথ্য প্রযুক্তিবিদ গড়ে উঠেছে। আরও অধিক সংখ্যক আইটি বিশেষজ্ঞ গড়ে তোলার জন্য প্রযুক্তি মন্ত্রণালয় নানা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। পর্যায়ক্রমে সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। ফলে দেশের সাথে সাথে ব্যক্তিও এতে উপকৃত হবে। দেশ উন্নত বিশ্বের কাতারে আসীন হবে।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332016
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো ভালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File