- বৃষ্টি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৫, ০৬:০৮:৩৬ সন্ধ্যা
বৃষ্টি তুই যা আজ
কাল ঝরিস খুব জোরে
আজকে না'হয় একটু রোদ
দেখতে চাইছি আজ ভোরে।
বৃষ্টি তুই যা নারে
খেলতে চাইছি বন্ধুরা মিলে
তুই কেবল ঝরেই গেলি
রহম কি নাই তোর দিলে!
বলবনা কথা তোর সনে
বৃষ্টি তোর সাথে আড়ি
বন্ধুরা সব গেছে ফিরে
ছোপ ছোপ ছোপ ভিজে, বাড়ি।
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন