জনপ্রশাসন মন্ত্রণালয়ে ই-নথি কার্যক্রম চালুতে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় নিশ্চিত হবে নাগরিক সেবা
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৫ জুলাই, ২০১৫, ০৪:৪৮:০১ বিকাল
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সব পর্যায়ে ই-নথি (ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা) কার্যক্রম চালু করেছে সরকার। এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে মাঠপ্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের ই-নথি কার্যক্রম চালু থাকবে। এ ব্যবস্থাপনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোন অফিস কোনো নথি তিন দিনের বেশি আটকে রাখতে পারবেনা। ইতোমধ্যে ই-নথির সফটওয়্যার ব্যবহারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের প্রায় দুই হাজার ১০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে ই-নথি ব্যবহারের উপযোগী বাংলা ইউনিকোডের বিষয়ে প্রশিক্ষণ এবং জাতীয় ই-সেবা সিস্টেম ব্যবহারের জন্য আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ‘ই-নথি কার্যক্রম চালু হওয়ায় দেশের ডিজিটাল কার্যক্রম একধাপ এগিয়ে গেল। ফলে স্বল্প সময়ে প্রত্যাশিত নাগরিক সেবা প্রদানের পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
বিষয়: বিবিধ
৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন