# বাপ-বেটি আর হাতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুলাই, ২০১৫, ০২:৪০:৪৪ রাত
আয় তোকে আদর করি
ইচ্ছে মতো মারি ধরি।
দু'হাত ধরে দু'জন ঘুরি
আয় ঘুরি আয় বুড়ি।
আয় বুড়ি চরকা কাটি
ছুড়ে মারি থালা বাটি।
হয়ে যাবে কান্না কাটি
এক চোট হাতা হাতি।
আসবে হাতি সুড় তুলে
ঝগড়া ঝাটি যাব ভুলে।
হাতির পিঠে দু'জন মিলে
আসবো ঘুরে মতিঝিলে।
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উট এনা ভাল হইত।
মন্তব্য করতে লগইন করুন