শুভ জন্মদিন কবি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ জুলাই, ২০১৫, ০৩:১০:২৭ রাত
বাংলাদেশের প্রধান এবং এশিয়া মহাদেশের অন্যতম কবি মুক্তিযোদ্ধা আল মাহমুদ আশিতে পা দিলেন। তার ৮০তম জন্মদিন আজ।১৯৩৬ সালের ১১ জুলাই এক বর্ষণমুখর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলে তার জন্ম। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন বাংলার এই প্রধান কবি ।
তিনি সেই কবি ভাষার জন্য চার লাইন কবিতা লিখে হয়রানির শিকার হয়েছিলেন। ১৯৭৪ সালে জাসদ সমর্থিত ‘দৈনিক গণকণ্ঠ’র সম্পাদক হওয়ায় তৎকালীন সরকারের নির্দেশে তিনি গ্রেফতার হন। আল মাহমুদ জীবনের প্রথম দিকে মার্কসবাদী জীবনাদর্শে বিশ্বাসী ছিলেন। আল মাহমুদ বাংলা ভাষার একজন মৌলিক ও উল্লেখযোগ্য কবির মর্যাদায় অভিষিক্ত, নিজস্ব ভাষা ও ঘরানার স্রষ্টা। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য তিনি লোকজ শব্দকে আধুনিক বাংলা কবিতায় সুনিপুণ শিল্পীর দক্ষতা ও হৃদয় দিয়ে ব্যবহার করেছেন।
কবি আল মাহমুদ আজ যদি মার্কসবাদী জীবনাদর্শে থাকতেন উনাকে সরকার মাথায় রাখত। কিন্তু আজ প্রানের কবি আল মাহমুদ ইসলামকেন্দ্রিক জীবনাদর্শে নিমগ্ন হওয়ায় কবি আজ অবহেলিত।
কবি আল মাহমুদ
---------
কবি আল মাহমুদ ওদের কাছে আপনি অবেহেলিত
আমাদের কাছে কবিতার মন্ত্র
কবি আমরা বলতে চাই
আমরা আছি আপনার কলমের প্রেমিক
আছি আমরা আপনার সিপাহী - সৈনিক
কবি শুভ জন্মদিন
আপনার জীবনে ফিরে আসুক বারবার এই দিন।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিকে জন্মদিনের শুভেচ্ছা..আপনাকে ধন্যবাদ
আপনাকে ও কবি উভয়কে শুভেচ্ছা
মন্তব্য করতে লগইন করুন