- দানবীর শয়তান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জুলাই, ২০১৫, ০৩:২৬:৪২ দুপুর
যাকাত দেবার নাম করে
মানুষ মারার ফাঁদ
কেমন মজা বলনারে
বলনা কেমন স্বাদ?
ধন দৌলতের শান করে
জাহির করা দান
পিষ্ঠ হয়ে ভুখার মরে
দানবীর শয়তান।
খুনের মামলা হোক এবার
ফাঁসি হোক ময়দানে
এমন যাকাত চায়না আর
মৃত্যু কেনা দামে।
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে দেশটাই হত্যাকারিদের।
মন্তব্য করতে লগইন করুন