খালেদা জিয়া রোজা রেখে প্রতিদিনই মিথ্যা কথা বলছেন
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১০ জুলাই, ২০১৫, ০২:৪৯:১৭ দুপুর
রোজা রেখে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রতিদিনই মিথ্যা কথা বলছেন। রোজা রেখে মিথ্যা বললে রোজা হয় না। নির্বাচনে না এসে সংঘাতের মাধ্যমে মানুষকে পুড়িয়ে হত্যা করে যে গুরুতর অন্যায় উনি করেছেন, এ পাপের প্রায়শ্চিত্ত তাঁকে করতেই হবে। বাংলার মাটিতে তাঁর বিচার হবেই। একবার মিথ্যা বলে পার পেতে পারেন। কিন্তু বার বার পাবেন না।
এখনও সময় আছে গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনের পথে আসুন। নির্বাচনে না আসলে গণতন্ত্র হবে না। গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে চলতে হয়। এই প্রক্রিয়ায় না চললে দেশে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে না। তা না হলে দেশে অশুভ শক্তি আসতে পারে। পাকিস্তানের আইয়ুব খানের আমলে কারফিউ-এর মধ্যেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে। পরে জিয়াউর রহমান ও এরশাদের স্বৈরশাসনের মধ্যেও সব নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগও জিততে পারে, আবার বিএনপিও জিততে পারে। যে কোন দল হারতে পারে। রাজনীতিতে কথায় কথায় মিথ্যাচার করে কোন লাভ হবে না। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হয় না। বিএনপি নেত্রীকে ইফতার পার্টিতে একটা সত্য কথা বলতে শুনিনি। একটা মিথ্যা কথা বার বার বললে সত্য হয়ে যায় না । মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। তিনি (খালেদা জিয়া) রোজাও রাখেন, আবার মিথ্যাও বলেন। একজন মুসলমান রোজা রেখে মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে রোজা কবুল হয় না। আপনি (খালেদা) আল্লাহরওয়াস্তে রোজার মাসে মিথ্যাচার পরিহার করুন। জ্বালাও-পোড়াও বন্ধ করুন। তাহলে এই দেশের ভাগ্যের পরিবর্তন আসবে। জ্বালাও-পোড়াও করলে এই দেশেরই ক্ষতি হবে। রোজা রমজানের দিনে আপনাদের কাছে বলতে চাই, আর যেন একজন মানুষ রাজনৈতিক কারণে হত্যা না হয়।
বিষয়: বিবিধ
৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন