- চিঠি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুন, ২০১৫, ০২:৪৪:৪০ দুপুর

রোদেলা তুই মেঘলা দিনের সাথী

কিংবা যখন ঘুম আসেনা রাতি।

ঘুম ঘুম চোখে লেপ মুড়ি দিয়ে ভাবি

সব্বাইকে চমকে দিয়ে আমার সাথেই যাবি।

রোদেলা তুই গুন গুন গুন গানে

খোপার ক্লিপ খুলবি যখন স্নানে।

জানলার ওপাশ ডালিম গাছের ফুলে

ভাবনার জালে আমাকেই নিবি গুলে।


রোদেলা তুই লোড শেডিং এর রাতে

পড়তে বসে মন থাকবেনা তোর সাথে।

মোমের আলোয় নিবি একচোট হেসে

লিখবি চিঠি আমায় ভালোবেসে।

রোদেলা তোর চিঠিটা ডাক বাকসে

হয়নি জমা খাচ্ছে কোথায় ঘুরপাক সে।

বইয়ের ভাঁজে লেপ্টে আছে নাকি

আমি সেই চিঠির অপেক্ষাতেই থাকি।


বিষয়: বিবিধ

৬৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327930
২৯ জুন ২০১৫ বিকাল ০৪:৩৬
শারমিন হক লিখেছেন : চমৎকার হয়েছে।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৮
270691
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেনা, পেয়াজুর মতো মচমচে
327931
২৯ জুন ২০১৫ বিকাল ০৪:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ কাব্য প্রতিভা, ভাইজানের । মাশাআল্লাহ! লিখে যান অনবরত..
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৮
270692
বাকপ্রবাস লিখেছেন : অ বড়ভাই ধন্যবাদ জানায়, বেগুনির মতো ভাজা ভাজা
328067
৩০ জুন ২০১৫ রাত ০৯:৩৫
সায়িদ মাহমুদ লিখেছেন : ভাইরে আমিতো #পুরাই নষ্টালজিক হয়ে গেলাম। এখন আমি ক্লাসে নাইনে।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩০
270693
বাকপ্রবাস লিখেছেন : আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ী
লুকেয়ে দেখা হল শুলেখাদের বাড়ী

বেণীমাধব/ জয়গোস্বামী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File