- চিঠি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুন, ২০১৫, ০২:৪৪:৪০ দুপুর
রোদেলা তুই মেঘলা দিনের সাথী
কিংবা যখন ঘুম আসেনা রাতি।
ঘুম ঘুম চোখে লেপ মুড়ি দিয়ে ভাবি
সব্বাইকে চমকে দিয়ে আমার সাথেই যাবি।
রোদেলা তুই গুন গুন গুন গানে
খোপার ক্লিপ খুলবি যখন স্নানে।
জানলার ওপাশ ডালিম গাছের ফুলে
ভাবনার জালে আমাকেই নিবি গুলে।
রোদেলা তুই লোড শেডিং এর রাতে
পড়তে বসে মন থাকবেনা তোর সাথে।
মোমের আলোয় নিবি একচোট হেসে
লিখবি চিঠি আমায় ভালোবেসে।
রোদেলা তোর চিঠিটা ডাক বাকসে
হয়নি জমা খাচ্ছে কোথায় ঘুরপাক সে।
বইয়ের ভাঁজে লেপ্টে আছে নাকি
আমি সেই চিঠির অপেক্ষাতেই থাকি।
বিষয়: বিবিধ
৬৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লুকেয়ে দেখা হল শুলেখাদের বাড়ী
বেণীমাধব/ জয়গোস্বামী
মন্তব্য করতে লগইন করুন